আধুনিকতার ছোঁয়ায় সৌন্দর্যের আদিক্ষেতাও একটু বেশি। যেকোনো অনুষ্ঠান কিংবা এমনিতেই নিজেকে পরিপারি রাখার আগ্রহ সব সময়। তাইতো আজকাল নারীরা তাদের ত্বকের যত্নে ছুটে যান পার্লারে। ঝটপট ত্বকের ট্রিটমেন্ট নিয়ে ফর্সা হয়ে চলে আসেন। অথচ ত্বক ফর্সার কাজে অধিকাংশ সময় নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করা হয়। ধীরে ধীরে গোপণ ঘাতক বাসা বাঁধে ত্বকের অভ্যন্তরে। দেখা যায় সুন্দরী হতে গিয়ে টাকা দিয়ে কিনে আনেন নিজের ক্ষতিকে। অপরদিকে একটু সচেতনতা আপনাকে দিতে পারে প্রাকৃতিক সৌন্দর্য। তাই আসুন জেনে নেয়া যাক কৃত্রিমতাকে না বলার কিছু উপায়।
রোদে পোড়া
রোদে পুড়ে মুখে ছোপ ছোপ বা তিলের মতো কালো দাগ পড়ে। আয়নার সামনে দাঁড়াতেই অস্বস্তিতে মন বিষিয়ে ওঠে এসব অনাকাঙ্ক্ষিত দাগ দেখে। ত্বককে এসব দাগমুক্ত করতে আলু ও শসার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। পনের মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে এক সপ্তাহ ব্যবহারে দারুন উপকার পাবেন।
ব্রণ
জায়ফল বেটে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে লাগান। ঘণ্টাখানেক পর ভালো করে ধুয়ে নিন। ব্রণ হলে কখনোই নখ লাগাবেন না। অল্প কয়েক দিন ব্যবহারেই ব্রণ কমে যাবে।
চোখের চারপাশে কালি
অতিরিক্ত চিন্তা বা রাত জাগার কারণে চোখের চারপাশে কালি পড়ে। এই কালি থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে শসা বা আলুর রস চোখের চারপাশে লাগিয়ে রাখুন। সকালে উঠে ধুয়ে ফেলুন।
চোখের ফোলা ভাব
দুটি তুলার প্যাড তরল ঠাণ্ডা দুধে ভিজিয়ে দুই চোখের ওপর রাখুন। তুলা নরম হয়ে এলে তা বদলে নিন। প্রতিদিন ১৫ মিনিট তুলার প্যাড চোখে লাগান, চোখের ফোলাভাব কমবে।
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-10 11:03:49
Source link
Leave a Reply