নিজস্ব প্রতিবেদন: আনন্দ মহিন্দ্রার সাম্প্রতিক ট্যুইট দেখে স্পষ্ট বোঝা যায় ভারতীয়রা সিনেমা প্রেমী। বিশেষ করে তা যদি বলিউড হয় তাহলে তো কথাই নেই। মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের ট্যুইটার হ্যান্ডেল ফলো করলে রীতিমতো হাসির বন্যা হয়। কিছুদিন আগে তিনি নাগাল্যান্ড পুলিসের একটি ভিডিও শেয়ার করেছেন।
বলিউড গান ঢল গয়্যা দিন- এ প্যারেড করছে নাগাল্যান্ড পুলিস। ৪৫ সেকেন্ডের সেই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। জোরে জোরে বলিউডের এই জনপ্রিয় গান গাইছেন এবং পুলিসেরা প্যারেড করছে। ঢল গয়্যা দিন, হো গয়্যা শাম, ১৯৭০এর হামজোলি ছবির জনপ্রিয় গান। জিতেন্দ্র ও লিনা চন্দাভারকরকে দেখা গিয়েছিল পর্দায়।
Loved this. Clear evidence that we are a film-obsessed nation. It would certainly confuse the hell out of any enemy troops who would be trying to figure out if these were nationalistic lyrics… pic.twitter.com/dbDTeseiOy
— anand mahindra (@anandmahindra) July 8, 2021
সেই ভিডিও শেয়ার করে আনন্দ মহিন্দ্রা লেখেন, “Loved this.দেখেই বোঝা যাচ্ছে আমরা সিনেমা পাগল দেশ। এখনও পর্যন্ত এই ভিডিওটি ১০৯ হাজার ভিউ হয়েছে।
আরও পড়ুন,
VIDEO: It is a treat to watch #Nagaland policemen singing the 1970s classic Hindi song “Dhal gaya din..ho gayi shaam..” in unison. #EkBharatSreshthaBharat #Northeast pic.twitter.com/bmfsCgjkcu
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) June 16, 2021
এর আগে ভিডিওটি শেয়ার করেছেন কেন্দ্রীয় ড. জিতেন্দ্র সিং(Dr Jitendra Singh)। তিনি লিখেছিলেন, ”নাগাল্যান্ড পুলিসকে ১৯৭০-এর ক্লাসিক হিন্দি ছবির গান গাইতে দেখা আনন্দের।”
Zee24Ghanta: Lifestyle News
2021-07-09 15:33:40
Source link
Leave a Reply