হাইলাইটস
- Covid-এর দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি।
- দেশের বিভিন্ন রাজ্যে ধরা পড়েছে Covid-এর নয়া স্ট্রেন ডেল্টা ভ্যারিয়েন্ট।
- এই পরিস্থিতিতে নতুন এক ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে কেরালায়। যার বাহক মশা।
মশাবাহিত এই Zika Virus-এ আক্রান্ত হয়েছেন কেরালার অন্তত ১৪ জন। তাঁদের মধ্যে ২৪ বছরের এক অন্তঃসত্ত্বাও আছেন। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসটির লক্ষণ Covid-এর মতোই। ফলে আতঙ্ক বাড়ছে চিকিৎসক মহলে। তাহলে কি করোনার পর আরও এক মহামারির সামনে ভারত? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, তিরুঅনন্তপুরমের ১৩ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর দেহে Zika Virus উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট ইফ ভাইরোলজিতে পাঠানো হলে প্রত্যেকেরই Zika ভাইরাস পজিটিভ আসে। আক্রান্তদের চিকিৎসা চলছে বলে জনা গিয়েছে। দেশের সাধারণ মানুষকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
কী ভাবে ছড়াচ্ছে এই Zika Virus?
বিশেষজ্ঞদের মতে, Zika Virus ছড়ায় এডিস মশার মাধ্যমে। খুব দ্রুত এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কোনও ব্যক্তিকে যদি এডিস মশা কামড়ায়, তবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়। পরে ওই মশাটি সুস্থ মানুষকে কামড়ালে, তিনিও জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এভাবেই একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে Zika Virus।
Zika Virus-এর লক্ষণ কী কী
জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রথমে জ্বর আসে। সেই জ্বর ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে গায়ে ব়্যাশ বের হয়। চোখের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ হতে পারে কনজাংকটিভাইটিস। শুরু হয় গায়ে হাত পায়ে ব্যাথা ও মাথা ব্যাথা।
জিকা ভাইরাস ক্ষতি করতে পারে গর্ভস্থ সন্তানের। ভ্রুণের মারাত্মক ক্ষতি করতে পারে এই ভাইরাস। গর্ভবতী মহিলারা Zika Virus-এ আক্রান্ত হলে শিশু বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। শিশুর মস্তিষ্ক স্বাভাবিকের থেকে ছোট আকারের হতে পারে। বিকাশজনিত সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শিশুর। ভারতে প্রথম Zika Virus প্রবেশ করে ২০১৭ সালে।
কী কী বিষয়ে সতর্ক থাকবেন?
এই মুহূর্তে Zika Virus আক্রান্ত দেশে না যাওয়া।
বাড়িতে মশারি ব্যবহার করা।
বাড়ির চারপাশ পরিষ্কার রাখা।
বাড়ির মধ্যে বা চারপাশে বা ছাদে কোথাও জমা জল না থাকে সেটা নিশ্চিত করা।
মনে রাখবেন, এই রোগের বাহক এডিস মশা পরিষ্কার জলে ডিম পাড়ে।
হাত-পা ঢাকা পোশাক পড়ে থাকতে হবে।
মশার হাত থেকে বাঁচতে স্প্রে, ধূপ, জেল ইত্যাদি ব্যবহার করুন।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-09 11:06:06
Source link
Leave a Reply