হাইলাইটস
- করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকেই Herbal Meidcines খাচ্ছেন।
- কিন্তু এর যথেচ্ছ সেবন করার ফলে বিপদ বাড়ছে অজান্তে। Liver Damage থেকে শুরু করে নানান সমস্যা দেখা দিতে পারে শরীরে।
- গুরুতর লিভারের অসুখ নিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কী ভাবে প্রকাশ্যে এসেছে এই তথ্য?
সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। ক্লিনিক্ল্যাল ও এক্সপেরিমেন্টাল হেপাটোলজি নিয়ে এক জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্ট অনুসারে করোনাকালে Immunity বুস্ট করতে নিয়মিত এই আয়ুর্বেদ ওষুধ Giloy সেবন করছেন অনেকেই। এর ফলে শরীরে এর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব পড়েছে।
২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কমপক্ষে ৬ জন রোগীর উপর এই গবেষণা চালানো হয়। এদের মধ্যে প্রথম রোগী গরম জলে গুলঞ্চ, এলাচ ও লবঙ্গ ফুটিয়ে সপ্তাহে দু’দিন করে সেবন করতেন। তিনি টানা ৩ মাস এই Giloy Juice সেবন করার ফলে ১৫ দিন ধরে জন্ডিসে ভুগেছেন বছর ৪০ এর ওই যুবক।
দ্বিতীয়জন টাইপ 2 Diabetes এবং জন্ডিস নিয়ে ভর্তি হয়েছিলেন। সূত্রের খবর, তিনি দিনে Giloy-এর একটি শিকড় সেবন করতেন। তৃতীয় জনের ধরা পড়ে বেটা থ্যালাসিমিয়া এবং জন্ডিস। তিনি রোজ ৪-৫টি শিকড় সেবন করতেন। চতুর্থজনের ছিল টাইপ 2 Diabetes এবং পঞ্চমজনের ছিল জন্ডিস। লিভারেও গুরুতর সমস্যা দেখা দিচ্ছে অনেকের। এ ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ ছাড়া গুলঞ্চের যথেচ্ছ ব্যবহারে নিষেধ করেছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রালয়। মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, আয়ুর্বেদ চিকিৎসকদের পরামর্শ মেনে তবে, ১৫ দিন অথবা এক মাসে দিনে দুবার গরম জলে ১-৩ গ্রাম/ ৫০০ মিলিগ্রাম পাউডার নিয়ে গুলে খেতে হবে।
Giloy নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
Giloy-এর উপকারিতা সম্পর্কে কোনও সন্দেহ নেই। তবে দীর্ঘদিন ধরে এর যথেচ্ছ প্রয়োগ করার ফলে লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, ২-৩ মাসের বেশিদিন ধরে সেবন করলে একেবারে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে লিভারের কার্যকারিতা। মেদান্ত লিভার ট্রান্সপ্লান্ট ইন্সটিটিউটের (Medanta Liver Transplant Institute) চেয়ারম্যান ড. অরবিন্দ সিং সোইন (Dr Arvinder Singh Soin) জানিয়েছেন যে অধিকাংশেরই বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে ৪-৫ মাসেরও বেশি সময় ধরে একটানা Giloy সেবন করে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকও পরামর্শ দিয়েছেন, দিনে ১-৩ গ্রামের বেশি Giloy সেবন নিরাপদ নয়, কিন্তু এই রোগীরা চিকিৎসকের পরামর্শ নেননি বলেই লিভারের অসুখে ভুগেছেন। সৌভাগ্যবশত তাঁরা সেরে উঠেছেন ঠিকই, কিন্তু বিপদ আরও ভয়াবহ হতে পারত।
বিশেষজ্ঞদের মতে, Giloy সেবন করার ফলে কিছু রোগীর মৃত্যুর আশঙ্কাও থেকে যায়। বিশেষত যাঁরা আগে থেকেই Diabetes-এ ভুগছেন, বা অ্যালকোহল সেবন করেন যাঁরা তাঁদেরও মারাত্মক প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে লিভার ট্রান্সপ্ল্যান্টই একমাত্র বাঁচার উপায়। তবে অনেকেই তার আগে মারা যান। এ বিষয়ে চিকিৎসকদের সাফ পরামর্শ নিজে নিজে ডাক্তারি করা যাবে না।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-08 09:12:19
Source link
Leave a Reply