পাঠক বন্ধু লীরা প্রশ্ন করেছেন: আমার নাকের দুই পাশে মেসতার মত ব্রণের দাগ, ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি, এটা নিয়ে মানিসক সমস্যায় ভুগছি, এখন আমি কী করব?
লীরার সমস্যার সমাধান বাতলে দিয়েছেন দেশের অন্যতম সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ডের কর্ণধার রূপ বিশেষজ্ঞ কনা আলম। তিনি বলেন, সপ্তাহে অন্তত একবার চালের গুঁড়া ও টকদই দিয়ে নিয়মিত মুখে স্ক্র্যাবিং করতে হবে। এতে মুখের অবাঞ্ছিত দাগ অনেকটাই কমে যাবে।
মনে রাখতে হবে, মেসতার দাগ দ্রুত যায় না। এর পেছনে সময় দিতে হবে এবং ধৈর্য রাখতে হবে। মেসতার বসে যাওয়া দাগ দূর করতে মুলতানি মাটি, চন্দনের গুঁড়া, টক দই ও মধু একত্রে মিশিয়ে নিন। স্ক্রাবের জন্য চিনির গুঁড়া ওলিভ অয়েল দিয়ে হালকা মাসাজ করে রেখে দিন, ২০ মিনিট পর পাতলা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন।
এছাড়া গোলাপজল ও সমপরিমাণ লেবুর রস এবং শসা অথবা আলুর রস মিশিয়ে তুলার সাহায্যে সেই দাগে লাগাতে হবে। এতে ধীরে ধীরে মেসতার দাগ কমে আসবে। মেসতার দাগের জন্য মাসে দুবার করে পারলারে পিগমেন্ট ফেসিয়ালও করাতে পারেন। এছাড়াও নিয়মিত এসটারজেন্ট ক্রিম ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যাবে।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-08 09:17:46
Source link
Leave a Reply