১১ ফেব্রুয়ারি গুলশানে চালু হলো নতুন রেস্তোরাঁ রোড হাউস। গুলশান ২ নম্বরে ৭১ নম্বর রাস্তা ধরে এগুলেই দেখা যাবে রোড হাউস রেস্তোরাঁ। ভেতরে ঢুকতেই হাতের ডানে বেশ বড়সড় একটা জুসবার। এখানে সব ধরনের জুসই পাওয়া যাবে। এখানকার সংগীতের মঞ্চে সপ্তাহে তিন দিন বৃহস্পতি, শুক্র ও শনিবার গানের আসর বসবে। কেউ ইচ্ছা করলে মঞ্চের বাইরে বসেও খেতে খেতে গান শুনতে পারবেন। স্বচ্ছ কাচ দিয়ে ঘেরা রান্নাঘরটি চোখে পড়ে সবার।
জুসবারের পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। সারি সারি করে বাঁশ দিয়ে মাথার ওপরের ছাদটি মোড়ানো। বারান্দার শেষের টেবিলটা একটু আড়াল করা। কিন্তু এর ওপরটা একদম খোলা। রেস্তোরাঁর উদ্বোধন করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক আতিকুল আলম।
অনেক দিন থেকেই একটি রেস্তোরাঁ খোলার স্বপ্ন দেখছিলেন সামসুল ইসলামসহ আরও পাঁচ বন্ধু। তাঁরা সবাই একই স্কুলের ছাত্র। সামসুল ইসলাম বলেন, ‘ছয় মাস ধরে আমরা আবারও একত্র হয়ে কাজ শুরু করি। ছোটবেলায় দেখা স্বপ্ন পূরণ হলো এবার।’এখানে উল্লেখ করার খাবারের মধ্যে রয়েছে ব্লু মুন জুস, পেনা কোলাডা জুস, হানিমুন জুসসহ কাবাব, গ্রিল এবং বারবিকিউ। এ ছাড়া দুপুরে রয়েছে থাই-চায়নিজ সেট মেনু। এই রেস্তোরাঁটিতে আছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক। ফলে সবসময় এখানে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ ছাড়া বিভিন্ন বড় বড় অনুষ্ঠান যেমন বিশ্বকাপ ফুটবল ইত্যাদি এখানে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে।
আবু হেনা
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ১৬, ২০১০
Leave a Reply