হাইলাইটস
- ভালোবাসার প্রতীক চকোলেট, ভালোবাসার মানুষকে পকেট ফ্রেন্ডলি বাজেটে চকোলেট দেওয়ার মত ভালো উপহার আর নেই।
- প্রতিবছর ৯ ফেব্রুয়ারি চকোলেট’ দিন হিসেবে পালন করা হলেও বিশ্বের নানা স্থানের ক্যালেন্ডার কিন্তু বলছে অন্য কথা।
- Chocolate ডের ক্যালেন্ডার অনুসারে ৯ ফেব্রুয়ারি শুধু নয়, ৭ জুলাই World Chocolate Day।
শরীরে দারুণ কাজে লাগে। বাচ্চা থেকে বড়, সকলেই Chocolate খেতে খুব ভালোবাসে। Chocolate খেতে ভালোবাসে না, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। জন্মদিন হোক, কিংবা যে কোনও অনুষ্ঠান, এক টুকরো চকোলেট চাই-ই চাই। বিভিন্ন রকমের Chocolate আমরা খেয়ে থাকি। তবে, এই বছর প্ল্যানটা একটু অন্যরকম করে নিন। কলকাতার সেরা স্বাদের চকোলেটের পদে স্বাদ গ্রহণ করুন। খোঁজটা আমরাই বলে দিচ্ছি-
আনপ্লাগড কোর্টইয়ার্ড (Unplugged Courtyard)
চকোলেট দিবসে প্রিয় মানুষের সঙ্গে উপভোগ করতে পারেন পার্কস্ট্রিটের গোল্ডেন পার্কের Unplugged Courtyard ক্যাফেতে। Chocolate দিবসের জন্য নানান পদ হাজির করেছেন। যার মধ্যে রয়েছে চকোলেট বোম্ব। এর চকোলেট গানাসে, মার্সমেলো, চকোলেট ক্রাম্বস, একেবারে চকোলেটে মোড়া এই বোমা। ট্রাই করতে পারেন চকোলেট চুরোস। চেখে দেখতে পারেন চকোলেট স্পাঞ্জও। দুজনের জন্য খরচ পড়বে ২৮০০ টাকা।
ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাব (Canteen Pub and Grub)
সল্টলেক সিটি সেন্টারের ক্যান্টিন পাবেও পাবেন স্পেশাল চকোলেট মেনু। তবে এখানে এসে অবশ্যই চাখতে হবে ঠান্ডাই চকোলেন মুজ। এটিই এই পাবের সবচেয়ে জনপ্রিয় চকোলেট ডেসার্ট। দুজনের জন্য খরচ পড়বে ১৭০০ টাকা।
ট্রাফিক গ্যাস্ট্রোপাব (Traffic Gastropub )
রাজারহাট সিটি সেন্টারের এই রেস্তোরাঁয় আপনি পেয়ে যাবেন দারুণ দারুণ সব চকোলেটের মেনু। তবে, এর মধ্যে অবশ্যই এখানে ট্রাই করতে পারেন চকোলেট ব্রাউনির সঙ্গে নলেন গুঁড় আইসক্রিম! দু’জনের জন্য খরচ পড়বে ১৫০০ টাকা (অ্যালকোহল)।
পট বয়েলার কফি হাউজ (Potboiler Coffee House)
যাঁরা বই প্রেমী, তাঁদের জন্য পুর্ণ দাস রোডের এই ক্যাফে মন ভালো করে দেবে। দারুণ জায়গা। টেবিলে কফি অ্যান্ড চকোলেট, হাতে বই নিয়ে সন্ধেটা কাটিয়ে দিতেই পারেন। এখানে গেলে অবশ্যই ট্রাই করবেন ফ্রায়েড ওরিয়ো। ট্রাই করতে পারেন এই ক্যাফের অন্যান্য খাবারও। দু’জনে জন্য খরচ পড়বে ৯৫০ টাকা।
লর্ড অফ দ্য ড্রিঙ্কস (Lord of the Drinks)
শহরের বুকের এই রেস্তোরাঁ ইতিমধ্যেই জনপ্রিয়। পানীয়ের পাশাপাশি এই পাবের চকোলেট ডেসার্টও বেশ নামকরা। তবে, একানে গেলে অবশ্যই ট্রাই করবেন নাটি ব্রাউনি। এটি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-07 13:56:08
Source link
Leave a Reply