হাইলাইটস
- মেয়েরা প্রেমিকের আলিঙ্গন পছন্দ করে।
- কিন্তু সব সময় তা মুখ ফুটে বলতে পারে না।
- হঠাৎ করে প্রেমিক এসে যদি পেছন থেকে জড়িয়ে ধরে
- কিংবা কাঁধে হাত রাখে মেয়েরা কিন্তু মন থেকে খুশিই হয়
*মেয়েরা চান ছেলেরা তাঁদের অন্য বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিক। এবং ছেলেরা যখন মেয়েদের গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে আলাপ করান, তখন তাঁরা খুব খুশি হন।
*কাজ সেরে বাড়ি ফেরার সময় যদি কোনও ছেলে তাঁর প্রেমিকাকে জিজ্ঞেস করেন যে তাঁর কিছু লাগবে কিনা তাহলে তা শুনে তিনি খুব খুশি হন। প্রেমিক তাঁর কথা ভেবেছেন এটাই তাঁর কাছে অনেক।
*একসঙ্গে সময় কাটানোর সময় ছেলেরা যদি তাঁদের ফোন নিয়ে ব্যস্ত থাকেন তাহলে মেয়েরা খুব বিরক্ত হন। বরং সেই সময়টা যদি মনোযোগ দিয়ে মেয়েটির কথা শোনেন তাহলে তাঁরা খুশি হন।
*মেয়েরা কিন্তু সারপ্রাইজ গিফট পেতে ভালোবাসে। যদিও ছেলেরা এই বিষয়টি নিয়ে তেমন কিছু ভাবে না। মাঝেমধ্যে একটা ফুল কিংবা চকোলেট দিলে যে মেয়েরা খুশি হয় এটা তাদের মাথাতেই থাকে না।
*যদি প্রেমিকা আপনাকে কোনও উপহার দেন কিংবা আপনার জন্য কোনও কিছু করে থাকেন তাহলে অবশ্যই তাঁকে একবার ধন্যবাদ জানান। এতে তিনি মন থেকে খুশি হন। আপনি ধন্যবাদ না জানালে তিনি হয়তো ভাবেন যে আপনি মন থেকে খুশি হননি।
*মেয়েরা প্রেমিকের আলিঙ্গন পছন্দ করে। কিন্তু সব সময় তা মুখ ফুটে বলতে পারে না। হঠাৎ করে প্রেমিক এসে যদি পেছন থেকে জড়িয়ে ধরে কিংবা কাঁধে হাত রাখে মেয়েরা কিন্তু মন থেকে খুশিই হয়। বলা ভালো এরকমই তারা চান মনে মনে।
*যে কোনও কাজ দুজনে মিলে ভাগ করে নিন। এতে কাজের বোঝাও কমবে আর কাজ সুন্দর আছে। অনেক ছেলে আছেন যাঁরা কাজের দায়ভার নিতে চান না। আলাদা করে মেয়েদের কাজ বলে এড়িয়ে যান। মেয়েরা কিন্তু এমন স্বভাবের ছেলেদের একেবারেই পছন্দ করে না।
*যে জিনিস যত্ন সহকারে, নিষ্ঠার সঙ্গে গড়ে তোলা যায় তাই কিন্তু আমাদের সাফল্য এনে দেয়। ভালোবাসাও ঠিক তেমনই। একে যত আদর, স্নেহে গুরুত্ব দিয়ে দেখা হয় ততই তা বাড়তে থাকে। মেয়েরাও চান ছেলেরা এভাবেই ভালোবাসাকে আগলে রাখুক। যত্ন নিয়ে গড়ে তুলুক।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-06 15:24:19
Source link
Leave a Reply