হাইলাইটস
- দেশজুড়ে Corona-র সংক্রমণ কমলেও Delta ভ্যারিয়েন্টের প্রকোপে উদ্বেগ বাড়ছে গোটা দেশজুড়ে।
- এই পরিস্থিতিতে টিকাকরণ-ই একমাত্র উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- দেশীয় পদ্ধতিতে তৈরি Covid ভ্যাকসিন কতটা কার্যকর। এই প্রশ্ন এখন উঠছে।
- তার কারণ টিকাকরণের পরও দেশে যেভাবে করোনার দ্বিতীয় ঝড় উঠেছে সে কারণেই এমন চিন্তা।
এবার সেই চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিল দিল্লির গঙ্গারাম হাসপাতালের একটি গবেষণা। গবেষকদের দাবি, চিনের ইউহান থেকে যে ভাইরাস ছড়িয়ে পড়েছিল তার তুলনায় Delta Variant অনেক বেশি ভয়ংকর। করোনা টিকার কার্যকারিতার চেয়ে ৮ গুণ শক্তিশালী এটি। তার তুলনায় ডেল্টা প্রজাতি বিরুদ্ধ কম কাজ দিচ্ছে এখনকার প্রতিষেধকগুলি।
গবেষণায় দেখা গিয়েছে, Delta Variant অনেক দ্রুত গতিতে ছড়ায় অন্য কোনও প্রজাতির তুলনায়। করোনামুক্তদের শরীরের স্বাভাবিক প্রতিরোধশক্তিও দ্রুত ভেঙে দিতে পারে ডেল্টা প্রজাতি। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের তরফে করা এই গবেষণা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস যৌথ ভাবে এই গবেষণা করে। এই গবেষণায় ১০০ জনের বেশি স্বাস্থ্যকর্মীদের উপর পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
গবেষকদের দাবি, Covid Vaccine-এর কার্যকারিতার চেয়ে ৮ গুণ শক্তিশালী এই ভ্যারিয়েন্ট। করোনা প্রতিষেধক নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা ডেল্টা ভ্যারিয়েন্টের উপর ৮ ভাগ কম কাজ করে। WHO ইতিমধ্যে B.1.617.2 অর্থাৎ ডেল্টা ভ্যারিয়েন্টকে উদ্বেগের বলে ঘোষণা করেছে। পাশাপাশি সমানভাবে টিকাকরণে জোর দেওয়ার কথা বলা হয়। তাই দিল্লির হাসপাতালের এই গবেষণা রীতিমতো চিন্তার বিষয় বইকী।
গবেষণায় এটিও বলা হয়, যাঁরা করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাঁরাও খুব একটা সুরক্ষিত নয়। ডেল্টা ভ্যারিয়েন্টের উপর এর কার্যকারিতা আট গুণ কম। ফলে শুধু সার্বিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় এখনই স্বস্তির নিশ্বাস ফেলা যাবে না। যদিও ভ্যাকসিন নেওয়া স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনার প্রভাব খুব গুরুতর হয়নি। তবুও সংক্রমণের বাড়বাড়ন্ত যথেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছে গবেষকেরা।
এখানেই শেষ নয়, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমিত করার গতিও তুলনামূলক বেশি। উল্লেখ্য, কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালের ফলাফল ঘোষণা করে ভারত বায়োটেক জানিয়েছিল। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কার্যকর তাদের টিকাটি। কিন্তু নয়া গবেষণায় চিন্তার ভাঁজ গভীর হল।
ফলে শুধু সার্বিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় এখনই স্বস্তির নিশ্বাস ফেলা যাবে না। অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দেশে Covid-এর তৃতীয় ঢেউ শুরু হতে বেশি আর দেরি নেই। SBI-এর এক রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছরের অগস্ট থেকেই শুরু হতে পারে সংক্রমণের তৃতীয় ঢেউ। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউয়ে সংক্রমণের শিখর ছুঁতে পারে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-06 12:41:05
Source link
Leave a Reply