হাইলাইটস
- করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে এখনও চলছে দেশ। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।
- করোনার ‘Delta Plus Variant’ ভ্যারিয়েন্টের জেরে তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- গত বছর শেষের দিক থেকে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্ট B.1.617.2-এর জেরে দেশজুড়ে দ্বিতীয় ঢেউ দেখা দেয়।
- এদিকে ডেল্টা প্লাস স্ট্রেনে রয়েছে K417N মিউটেশন। যেটাকে প্রাথমিকভাবে B.1.617.2.1. ভ্যারিয়েন্ট বলা হয়েছে।
Delta Plus Variant-এ আক্রান্ত হলে পেটে ব্যথা, বমি বমি ভাব, খিদে চলে যাওয়া, জয়েন্ট পেন এর সমস্যা দেখা দিতে পারে। শুধু এটিই নয়, তাদের লক্ষণগুলির পরিবর্তনের ফলে আরও ভয় বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, Delta-র ভ্যারিয়েন্টের ফলে আরও ঝুঁকি বেড়েছে। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে যে ডেল্টা ভাইরাসের লক্ষণগুলি মূল কোভিড -১৯ থেকে সম্পূর্ণ পৃথক, যা সকলের জানা দরকার।
কোভিড -১৯ কী ভাবে Delta থেকে আলাদা?
বারবার রূপ পাল্টে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে করোনার Delta ভ্যারিয়েন্ট। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন WHO-র জেনারেল টেড্রস আধানম ঘেব্রেসাস। WHO-র পক্ষ থেকে বলা হয়, Delta ভ্যারিয়েন্টের হদিশ প্রথম পাওয়া যায় ভারতে। দ্রুত বিশ্বের আরও ৯৮টি দেশে তা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে সব দেশের রাষ্ট্র প্রধানদের কড়া নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন। ডেল্টা প্লাস স্ট্রেনে রয়েছে K417N মিউটেশন। যেটাকে প্রাথমিকভাবে B.1.617.2.1. ভ্যারিয়েন্ট বলা হয়েছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক রূপ বলে মনে করা হচ্ছে।
Delta Variant-এর লক্ষণগুলি কি মূল কোভিড থেকে আলাদা?
Covid-এর এই প্রজাতিটির নাম বি.১.৬১৭.২। ভারতে করোনাভাইরাসের তিন বার রূপ পরিবর্তনকারী প্রজাতি অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গিয়েছে। তারই একটি রূপ এটি। গত মাসে এই প্রজাতির তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসাবে চিহ্নিত করেছিল হু (WHO)। তবে বি.১.৬১৭.২ নিয়ে উদ্বেগ রয়েছে। অতিমারির খবর নিয়ে প্রতি সপ্তাহে বিবৃতি দেয় হু। তাতেই তারা বলেছে, ‘এটা নিশ্চিত যে, এই প্রকারভেদটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এটি জনস্বাস্থ্যকে বড় রকমের ঝুঁকির মুখে ফেলতে পারে’।
লক্ষণগুলি কী ভাবে আলাদা?
করোনা সংক্রমণের ফলে নতুন যে উপসর্গ দেখা দিতে পারে সেটাও জানিয়েছেন গবেষকরা। নাক দিয়ে জল পড়া, মাথা ব্যাথা, গলাব্যাথা, প্রবল জ্বর, কাশি এই ধরনের উপসর্গ এতদিন দেখা দিত করোনা সংক্রমণ হলে। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হলে এসবগুলি যে দেখা দেবে এমন কোনও বিষয় নেই এমনই দাবি করেছেন গবেষকরা। যার ফলে সহজে করোনা ধরা পড়ার সম্ভাবনা কম। সেকারণেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। জ্বর, কাশি, মাথা ব্যথা এবং গলা ব্যথা হওয়া COVID-19 এর সাধারণ লক্ষণ। তবে সর্দি নাকের মতো লক্ষণ এর আগে কখনও দেখা যায়নি।
ডেল্টা ভ্যারিয়েন্টের হাত ধরেই ভারতে তৃতীয় ঢেউ আসবে বলে মনে করা হচ্ছে। প্রথম জুলাই থেকে অগস্ট মাসে করোনার থার্ড ওয়েভ ভারতে আছড়ে পড়বে বলে দাবি করেছেন গবেষকরা। সেপ্টেম্বর-অক্টোবর মাসে সেই ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর আকার নেবে বলে জানানো হয়েছে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-06 10:14:55
Source link
Leave a Reply