মুখের ত্বকের তুলনায় কালচে হাত পায়ের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এর মূল কারণ হচ্ছে আমরা প্রায় প্রত্যেকেই শুধুমাত্র মুখের ত্বকের যত্ন নেয়ার মতো ভুল কাজটি করে থাকি। পার্লারে গিয়ে বা ঘরে বসে যখন ত্বকের যত্ন নিই তখন শুধুই মুখের ত্বকের যত্ন নিয়ে বসে থাকলেই চলবে না। যত্ন নিতে হবে হাত ও পায়ের ত্বকে। তা না হলে কালচে হাত ও পায়ের ত্বকের জন্য বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে হতে পারে। আজ চলুন একেবারেই সহজ এবং অল্প খরচে কীভাবে হাত ও পায়ের ত্বকের কালচে ভাব দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করা যায় তার কৌশলটি জেনে নেয়া যাক।
১) লেবুর রসের ব্যবহার
লেবুর ব্লিচিং উপাদান হাত ও পায়ের ত্বকের কালচে ভাব দূর করে উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে সহায়তা করে খুবই সহজে
১। একটি বড় পাত্রে কুসুম গরম পানি নিয়ে এতে লেবুর রস চিপে দিন বেশ খানিকটা। এই পানিতে হাত ও পা ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট।
২। এরপর চিপে নেয়া লেবুর খোসা দিয়েই আলতো করে ঘষে নিন হাত ও পায়ের ত্বক। দেখবেন কতো সহজেই ত্বকের উজ্জ্বলতা ফিরে এসেছে।
৩। এছাড়াও লেবুর খণ্ড চিনিতে গড়িয়ে তা দিয়ে হাত ও পায়ের ত্বকে ম্যাসাজ করে নিলে ত্বকের উপরের মরা কোষ এবং কালচে দাগ দূর করতে পারবেন খুবই সহজে।
২) টকদই ও মধুর ব্যবহার
টকদই ত্বকের কালচে দাগ দূর করতে বিশেষভাবে সহায়ক এবং মধু ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে প্রাকৃতিক ভাবে ময়েসচারাইজ করে
১। পরিমাণমতো টকদই নিয়ে এতে টকদইয়ের অর্ধেক পরিমাণ মধু ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন।
২। এই পেস্টটি হাত ও পায়ের ত্বকে ভালো করে লাগিয়ে নিন।
৩। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে মাত্র ১ বার ব্যবহারেই ভালো ফলাফল পেয়ে যাবেন।
৩) হলুদ ও বেসনের ব্যবহার
হলুদ সেই প্রাচীনকাল থেকেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে আসছে এবং বেসন রূপচর্চায় খুবই পরিচিত একটি নাম
১। সমপরিমাণ বেসন ও হলুদগুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
২। এরপর এতে লেবুর রস বা শসার রস পরিমাণমতো মিশিয়ে মসৃণ পেস্টের মতো তৈরি করে নিন।
৩। এই পেস্টটি হাতে ও পায়ের ত্বকে ভালো করে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
৪। এরপর আলতো ঘষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে মুছে নিন। সপ্তাহে ১ বার ব্যবহারেই পাবেন নরম কোমল উজ্জ্বল হাত ও পায়ের ত্বক।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-05 17:50:36
Source link
Leave a Reply