হাইলাইটস
- পেঁয়াজ বা রসুন কাটার পর কয়েক ফোটা অ্যাপেল সিডার ভিনিগার লাগিয়ে নিজের হাতে ভালো করে ঘষে নিন।
- তার পর জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
অ্যাপেল সিডার ভিনিগার
পেঁয়াজ বা রসুন কাটার পর কয়েক ফোটা অ্যাপেল সিডার ভিনিগার লাগিয়ে নিজের হাতে ভালো করে ঘষে নিন। তার পর জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
লেবুর রস
বহু চেষ্টা সত্ত্বেও হাত থেকে রসুন, পেঁয়াজের গন্ধ না-গেলে লেবুর রস ব্যবহার করে এর থেকে মুক্তি পেতে পারেন। কয়েক ফোটা লেবুর রস হাতে লাগিয়ে কিছু ক্ষণের জন্য ছেড়ে দিন। পরে ঠান্ডা জল দিয়ে হাত ধুয়ে নিন।
সল্ট ওয়াশ
হ্যান্ড ওয়াশে নুন মিশিয়ে, সেটি ভালোভাবে হাতে লাগান। এর পর ঠান্ডা জল দিয়ে হাত ধুয়ে নিন। এর ফলে দুর্গন্ধ দূর হবে।
টুথপেস্ট
নুন, লেবুর রস বা ভিনিগার ছাড়াও টুথপেস্টের সাহায্যেও পেঁয়াজ, রসুনের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য ফ্লোরাইড বেস টুথপেস্ট ব্যবহার করা উচিত। তবে জেল টুথপেস্ট ব্যবহার করবেন না। টুথপেস্ট হাতে লাগিয়ে ভালো করে ডলুন, তার পর জল দিয়ে ধুয়ে নিন।
স্টেনলেস স্টিল
পেঁয়াজ, রসুনের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার অন্যতম কার্যকরী উপায় হল স্টেনলেস স্টিল। এর জন্য স্টেনলেস স্টিলের কোনও বাসন নিন। তার পর ঠান্ডা জলের মধ্যে হাত ডুবিয়ে রেখে সেই বাসন দিয়ে হাত ঘষুন। উল্লেখ্য, রসুন ও পেঁয়াজে উপস্থিত সালফার কোনও ধাতু ও জলের সঙ্গে প্রতিক্রিয়া ঘটালে দুর্গন্ধ দূর হয়।
নুন ও বেকিং সোডা
সংবেদনশীল ত্বক হলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এর জন্য ১ চা চামচ নুন ও ২ চা চামচ বেকিং সোডা এক সঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তার পর এই পেস্টটি হাতে লাগিয়ে জল দিয়ে ধুয়ে নিন।
তেল
রসুন বা পেঁয়াজ কাটার সময় হাতে তেল লাগিয়ে নিলে দুর্গন্ধ থাকবে না। তার পর সাবান ও জল দিয়ে ভালো করে হাত ধুয়ে নিলেই হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-05 17:26:28
Source link
Leave a Reply