হাইলাইটস
- কোভিড সংক্রমণের ত্রাস চলছেই৷ Covid সেরে ওঠার পরেও একের পর এক সমস্যা তৈরি হচ্ছে৷
- কিছুদিন আগে আতঙ্ক ছড়িয়েছিল Black Fungus, অর্থাৎ Mucormycosis।
- এবার কোভিড থেকে সেরে ওঠার পর Avascular Necrosis-এ আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে সাধারণত উরুর হাড়ের উপরের অংশ অর্থাৎ Femur-এ তীব্র যন্ত্রণা অনুভব হয়। কী এই Avascular Necrosis?
চিকিৎসকদের মতে, এই রোগে বোন ডেথ অর্থাৎ হাড়ের মৃত্যু হিসেবে দেখা হয়৷ এই রোগ হলে হাড় গলতে শুরু করে৷ এর কারণ হাড়ের টিস্যুতে সঠিক ভাবে রক্ত সঞ্চালন হয় না৷ চিকিৎসকদের আশঙ্কা আগামী দিনে এটি বাড়তে পারে৷ Covid-এর চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার ফলে Avascular Necrosis আক্রান্ত হচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। মেডিক্যাল ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, Covid-এর চিকিৎসায় জীবনদায়ী ওষুধ কর্টিকো স্টেরয়েডের ব্যবহার বাড়লে Avascular Necrosis রোগের প্রকোপ বাড়তে পারে। তবে, কোভিড আক্রান্ত হয়ে যাঁদের মৃদু উপসর্গ রয়েছে এবং বাড়িতেই চিকিৎসা চালাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই রোগ নিয়ে বিএমজে কেস স্টাডিজ নামের রিপোর্ট বেরিয়েছে৷
Covid মুক্ত হওয়ার ঠিক কতদিন পর এই অসুখ দেখা যায়?
চিকিৎসকদের মতে, এভিএন স্টেরয়েড ব্যবহারের পাঁচ থেকে ছয় মাস বাদে হতে পারে এই রোগ৷ কোভিড ১৯ -র দ্বিতীয় ওয়েভের সময় এপ্রিল থেকে বিভিন্ন জায়গায় রোগীদের প্রচুর পরিমাণে এই স্টেরয়েড ব্যবহার করা হয়েছে৷ যার ফলে Avascular Necrosis রোগের প্রকোপ দেখা দিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, আগামী দিনে আরও এইরকম কেস হয়তো আসতে পারে৷
অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দেশে Covid-এর তৃতীয় ঢেউ শুরু হতে বেশি আর দেরি নেই। SBI-এর এক রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছরের অগস্ট থেকেই শুরু হতে পারে সংক্রমণের তৃতীয় ঢেউ। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউয়ে সংক্রমণের শিখর ছুঁতে পারে। নতুন করে সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হলেও এর দৈনিক হার আগের দিনের থেকে বেড়ে হয়েছে ২.৬১ শতাংশ। দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরালার দৈনিক আক্রান্তের র সংখ্যা।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-05 17:56:04
Source link
Leave a Reply