হাইলাইটস
- এই কেন সন্তান চান না সেখানেও অনেকে মনগড়া কারণ তৈরি করে নেন।
- কেউ ভাবেন নিশ্চয় মেয়েটির কোনও সমস্যা রয়েছে।
- তাই এড়িয়ে যেতে চাইছে।
- কেউ যদি বলেন ‘আমি সন্তানের জন্য প্রস্তুত নই’, সেখানেও কিন্তু বাঁকা মন্তব্য থাকবেই
তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনকেই কিন্তু একমত হতে হবে। মানসিকতায় মিল থাকতে হবে। সঙ্গীকে ‘না’ বলার আগে মনে রাখুন বয়স কিন্তু একটা বড় ফ্যাক্টর। এমন নয় যে বেশি বয়স হলে সন্তান ধারণ করা যায় না। কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু জটিলতা থেকে যায়। সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়ার সময় এদিকে অবশ্যই খেয়াল রাখুন।
সব মানুষকেই কোনও না কোনও সম্পর্কে আত্মত্যাগ করতেই হয়। সন্তান হল সেরকমই একটা সম্পর্ক। প্রয়োজন কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা স্যাক্রিফাইস আর কিছুটা অ্যাডজাসমেন্ট।
হিসাব-নিকেশ করে, তর্ক করে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি একবার ভেবে দেখুন না আপনি কী চান। কারণ সন্তান চাওয়া না চাওয়ায় মনেরও একটা ভূমিকা আছে। কাজেই দুজনে মিলে ভেবে দেখে এই সিদ্ধান্ত নিন।
তবে আমাদের সমাজের সমস্যা হল আমরা প্রত্যেকেই সকলের ব্যক্তিগত জীবনে নাক গলাতে ভীষণ ভালোবাসি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই পাড়া-পড়শি আত্মীয় স্বজন সকলেই সন্তানের বিষয়ে নানা প্রশ্ন করেন। এটি যে কোনও দম্পতির একেবারে ব্যক্তিগত ভাবনা এবং সিদ্ধান্ত অনেকেই তা মনে করেন না। এবং এই কেন সন্তান চান না সেখানেও অনেকে মনগড়া কারণ তৈরি করে নেন। কেউ ভাবেন নিশ্চয় মেয়েটির কোনও সমস্যা রয়েছে। তাই এড়িয়ে যেতে চাইছে। কেউ যদি বলেন ‘আমি সন্তানের জন্য প্রস্তুত নই’, সেখানেও কিন্তু বাঁকা মন্তব্য থাকবেই। বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য কিন্তু মেয়েদেরই দোষারোপ করা হয়। আর যার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। নিজেদের মধ্যে বোঝাপড়ায় সমস্যা হয়। অনেকে আবার পরিবারের চাপে বাধ্য হন সন্তানের সিদ্ধান্ত নিতে। অনেককেই আলোচনার কথা বলে রাগ দেখিয়ে, কান্নাকাটি করে তাঁরআবেগে আঘাত দিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। যা কিন্তু একেবারেই ঠিক নয়।
অনেক দম্পতিই আজকাল সন্তান চাইছেন না আর তাঁরা কারণ হিয়েবে বেশ কয়েকটি পয়েন্টও তুলে ধরেছেন।
আর্থিক পরিকল্পনা- শুধু সন্তানের জন্ম দিলেই কিন্তু হয় না তার পেছনে একটা আর্থিক পরিকল্পনাও থাকা দরকার। সন্তানকে সুন্দর করে মানুষ করতে গেলে অর্থের প্রয়োজন। আর সেই ভাবনাটা সন্তানের জন্মের আগেই ভেবে রাখা দরকার। পরে নয়। সন্তানের জন্মের পর নানা রকম খরচ লেগেই থাকে। সেই সঙ্গে আজকের দিনে সুন্দর করে বাঁচতে গেলে যথেষ্ঠ পরিমাণ অর্থের প্রয়োজন।
মাতৃত্বের প্রবৃত্তি নেই- বাচ্চাদের ভালোবাসা আর সন্তান চাওয়া কিন্তু এক ব্যাপার নয়। অন্যের বাচ্চাকে খুব বেশি ভালোবাসেন কিংবা পছন্দ করেন বলে নিজেরও সন্তানের প্রয়োজন এমন ভাবনা আজকাল অনেকের মধ্যেই কিন্তু থাকে না। নিজের জীবন, নিজের কেরিয়ারের জন্য আজকাল সকলেই নেক পরিশ্রম করেন। নিজেকে পছন্দের জায়গায় দেখতে অনেক লড়াইও থাকে। যদি দম্পতির মধ্যে সমস্যা না থাকে, তাঁরা যদি দুজনে ভালো থাকতে পারেন সেখানে সন্তানের কোনও প্রয়োজন হয় না। সমাজের দায়ভার সকলকেই কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হবে এমন কোনও ব্যাপার নেই।
স্বাস্থ্য সমস্যা- পুরুষ এবং মহিলা উভয়েরই এখন জীবনযাত্রা আগের তুলনায় অনেক পরিবর্তিত। জীবনে কাজের চাপ, স্ট্রেস এসব আছেই। সেই সঙ্গে প্রত্যেকেই নানা সমস্যার শিকার। আর সেখান থেকেই অযথা সন্তানের চাপ নিতে নারাজ অনেকেই। সামাজিক রীতিনীতি যে একেবারে বাধ্য হয়েই মানতে হবে এটা তাঁরা মনে করেন না। নিজের শরীরকে জোর করে কষ্ট দিতে চান না অনেক মহিলাই। আর সেখান থেকেই তাঁরা মা- না হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-05 17:35:35
Source link
Leave a Reply