ত্বকের যত্নে ভেষজ উপাদানের ব্যবহার সবচেয়ে বেশি। এই সব উপাদান ব্যবহার করলে ত্বকের যেমন তেমন কোনো ক্ষতি হয়না তেমন ত্বক বাড়তি যত্নও লাভ করে। জেনে নিন ত্বকের যত্নে ভেষজ ব্যবহারের কিছু সহজ উপায়।
হলুদ : হলুদ ত্বকের জীবানু নাশ করতে সহায়তা করে। এছাড়া ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে।
মধু : মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্যেই মধু দরকারি। তবে ত্বকের জন্যে এর প্রয়োজনীয়তা আরো বেশি। মধু ত্বককে সতেজ এবং পরিষ্কার রাখার পাশাপাশি রাখে জীবানুমুক্ত।
লবণ : লবণ এমনিতে কিছুরোগীর জন্যে ক্ষতিকর হলেও যাদের ত্বকে সমস্যা আছে, তাদের জন্যে বেশ উপকারি। কারণ লবণ ত্বকের মৃতকোষ বের করে আনতে সহায়তা করে।
লেবু : ত্বকে এসিডের ভারসাম্য বজায় রাখতে এবং ব্যাকটেরিয়া দূর করতে লেবু কাজ করে থাকে।
জায়ফল : মুখের ব্রণের দাগ দূর করতে জায়ফলের কোনো জুড়ি নেই।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-07-03 17:44:39
Source link
Leave a Reply