হাইলাইটস
- যতই সবাই বলুক না কেন যে টাকা দেখে প্রেম করেন না,
- প্রেমের সঙ্গে টাকার সম্পর্ক নেই
- তবুও এই প্রেম-ভালোবাসার সঙ্গে কিন্তু অর্থনীতি ভীষণ ভাবে জড়িত
অর্থনৈতিক সমস্যা- ‘যতই সবাই বলুক না কেন যে টাকা দেখে প্রেম করেন না, প্রেমের সঙ্গে টাকার সম্পর্ক নেই তবুও এই প্রেম-ভালোবাসার সঙ্গে কিন্তু অর্থনীতি ভীষণ ভাবে জড়িত। প্রথম থেকেই যদি দুজন বাইরে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, শপিং, গিফট এসবেই অভ্যস্ত হয়ে পড়েন তাহলে সমস্যা। কোনও কারণে যদি এসবে ছেদ পড়ে তখন সেখান থেকে ভুলবোঝাবুঝি আসে। এছাড়াও আজকালকার ছেলেমেয়েরা ভালোবাসার আগে টাকা পয়সাটাও বুঝে নেয়’।
ওয়াসিম- ৩০ বছর
আত্মসম্মান- ‘আমি আর আমার এক্স বয়ফ্রেন্ড ৫ বছরের সম্পর্কে ছিলাম। আর এই পাঁচ বছর ও আমার আত্মবিশ্বাস আমার ব্যক্তিগত মতামত নিয়ে মজা করত। আমাকে ছোট করে দেখাই ওর অভ্যাস। এমনকী আমার বন্ধুদের সামনে ও মজা করত আমার পোশাক নিয়ে। আমার পছন্দ নিয়ে। অন্যের সঙ্গে তুলনা করে দেখাও আমিও ভালো পোশাক পরতে পারি। ওই অপমানের পর আমার আত্মসম্মানে এতটাই আঘাত করে যে আমি সেখান থেকে বেরিয়ে আসি’।
সুগন্ধা, ২৬ বছর
সম্পর্কে শ্রদ্ধা নেই- ‘আমাকে প্রায়ই অসম্মান করত আমার বয়ফ্রেন্ড। মুখে যা আসত তাই বলে অপমান করত। কিন্তু সম্পর্ক নিয়ে কোনও দিন ওর কোনও শ্রদ্ধা ছিল না। এমনকী আমার মাকেও যা খুশি তাই বলত। একদিন সীমা এতটাই পেরিয়ে যায় যে আমি ওর বাড়ি থেকে আমার সব সম্পত্তি নিয়ে বেরিয়ে আসি। আর কোনওদিন ওর মুখ দেখিনি’।
সৃষ্টি, ৩২ বছর
শারীরিক ও মানসিক সমস্যা- ‘আমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে সেক্সলাইফ দারুণ ছিল। বিছানায় আমরা খুব মজা করতাম। এবং ও এত ফ্রি ছিল যে আমি তা খুব পছন্দও করতাম। কিন্তু সমস্যা হত যখন আমরা ঝগড়া করতাম। ও আমার গায়ে হাত তুলত। যদিও পরবর্তীতে তা ভুলে যেত। বলত ওটা এমনিই ছিল। কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। ও কোনওভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারত না। দিনের পর দিন একই ঘটনা চলার পর আমি বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই সম্পর্ক থেকে’।
সোহম, ৩৪ বছর
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-30 17:40:18
Source link
Leave a Reply