বছরের শুরুতে অনেকেই নতুন বাসায় নতুন করে নীড় বাঁধেন। নতুন করে সবকিছু শুরুর মাঝে খুঁজে পেতে চান নতুন উদ্দাম। কিন্তু নতুন বাসার জন্য নতুন করে জিনিসপত্র গোছানো, নতুন জায়গায় থাকার জন্য বাড়ি ঠিক করা, মেয়েকে নতুন স্কুলে ভর্তি সব মিলিয়ে এক বিশাল ঝামেলার ফর্দ। এই ঝামেলা শহুরে মানুষদের জন্য নতুন কিছু নয়। তবে নতুন বছরে বাড়ি বদলের হিসেব নিকেষটা যদি একটু আগেভাগে করা যায় আর খুঁটিনাটি কিছু বিষয়ে সতর্ক থাকা যায় তবে এ ঝক্কিও এড়ানো সম্ভব। বাড়ি বদলের প্রস্তুতি নিয়েই আমাদের এ সংখ্যা কড়চা’র মূল ফিচার। লিখেছেন মেহেদী হাসান বাঁধন
বাড়ি বদলের টুকিটাকি
পাঁচ বছরের বিবাহিত সুখী জীবন পূর্ণতা’র। বছর ঘুরে নতুন বছর আসছে আর নতুন বছরে নতুন করে সবকিছু সাজানোর স্বপ্ন দেখছে পূর্ণতা। কিন্তু বিপত্তি ঘটান পূর্ণতার চাকরিজীবী স্বামী। চাকরির সূত্রে বদলি হচ্ছে সে। তাদের ৩ বছরের মেয়ে ছন্দা সবে স্কুলে যেতে শুরু করেছে হঠাৎ করেই এরকম ঝামেলা। নতুন বাসার জন্য নতুন করে জিনিসপত্র গোছানো, নতুন জায়গায় থাকার জন্য বাড়ি ঠিক করা, মেয়েকে নতুন স্কুলে ভর্তি সব মিলিয়ে বিশাল ঝামেলা। শুধু পূর্ণতা নয় পূর্ণতার মতো এরকম ঝামেলা পোহাতে হয় অনেককেই। তবে ভিন্ন রকমও হয়, কেউ ইচ্ছে করে নতুন বছরে বাড়ি পরিবর্তন করে।
ঠান্ডা মাথায় চিন্তা করা
নতুন চাকরি আর বদলির চাকরি যে চাকরিই হোক নতুন জায়গায় নতুন করে সংসার করা বিরাট ঝামেলা। যার বেশিরভাগই বহন করে বাড়ির গৃহিণী। স্বামীর চাকরির বদলির খবর শুনে রেগে না উঠে একটু ঠান্ডা মাথায় সবকিছু নিয়ে চিন্তা করুন। প্রথমে আপনার যে জিনিসটা দরকার তা হল আপনার এবং আপনার স্বামীর মধ্যে বোঝাপড়া এবং নতুন জায়গায় কিভাবে থাকবেন তার জন্য পরিকল্পনা। ঠান্ডা মাথায় আপনার স্বামীর কাছ থেকে জেনে নিন কোথায় যাবেন, নতুন জায়গায় কত সময়ের জন্য যাবেন, নতুন অফিসে থাকার জন্য কোন বন্দোবস্ত থাকবে কিনা এরকম বিভিন্ন জিনিস মাথায় রেখে আপনাদের এগিয়ে যেতে হবে।
আপনার চাকরি
আপনি যদি আপনার স্বামীর মতো চাকরিজীবী হন তাহলে একটু সমস্যা। সেক্ষেত্রে চেষ্টা করুন আপনার স্বামী যে জায়গায় বদলি হয়েছে সে জায়গায় নতুন চাকরির দরখাস্ত করা। তবে আপনি যদি নতুন চাকরিজীবী হন, তাহলে আপনি এ চেষ্টা করতে পারেন। কিন্তু আপনি যদি পুরানো চাকরিজীবী হন সেক্ষেত্রে একটু বেশি সমস্যা। তাহলে চেষ্টা করতে থাকুন যেনো আপনার স্বামীর বদলি স্থগিত করা যায়, যদি তা না সম্ভব হয় তাহলে আপনাকে যেকোন কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
নির্ভরশীল কাছের মানুষ
কাছের মানুষ কথাটা ভাবলেই প্রথমেই আপনার যাদের কথা মাথায় আসবে তারা হলেন বাবা-মা। বাড়ি বদলের সময় চেষ্টা করবেন মা-বাবাকে আপনাদের সাথে নিতে। কারণ অচেনা জায়গায় বাবা-মা পাশে থাকলে আপনার নিজেকে অনেক সাহসি মনে হবে।
ছেলেমেয়েদের স্কুল
আপনার ছেলেমেয়েরা যদি উপরের শ্রেণীর হয় এবং আপনারা যখন বাড়ি বদল করবেন তখন তাদের পরীক্ষা থাকে, তাহলে তাদের টানাটানি না করাই ভালো। তাদের বার্ষিক পরীক্ষা শেষ হলে তাদের নতুন জায়গায় ভর্তি করার কথা ভাবুন। অবশ্য আপনার ছেলেমেয়ে যদি ছোট হয় তবে তাকে নিয়ে যেতে পারেন। কারণ তাদের নতুন স্কুলে ভর্তি করাতে পারবেন। বাচ্চারা যদি হোস্টেলে থাকে তাহলে চেষ্টা করুন যেনো তাদের প্রতিদিন ফোন করা যায় এবং সব সময় খোঁজখবর নিন তাদের পড়ালেখার কী অবস্থা। টিচারদের সাথে ওদের ভালোমন্দ নিয়ে সব সময় আলোচনা করুন এবং টিচারদের বলুন তাদের যত্নসহকারে পড়ালেখা করানোর জন্য।
প্রস্তুতি পরামর্শ
০ আপনারা যে নতুন জায়গায় যাচ্ছেন সে জায়গায় যাওয়ার আগে আপনাদের টিকেট বুক করে রাখুন।
০ নতুন বাড়ির জন্য প্ল্যান করুন কোথায় কী রাখবেন।
০ নতুন বাড়ির কোন রুমে কী রাখবেন তার জন্য একটি তালিকা তৈরি করুন। আপনাদের ডিপোজিট, ব্যাংক এবং অন্য যে কোন ধরনের অ্যাকাউন্ট আছে, তা নতুন জায়গায় বদলির জন্য দরখাস্ত করুন।
যদি বাচ্চাদের সাথে নিয়ে যান তাহলে বাচ্চাদের স্কুলে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করুন। যে জায়গায় যাবেন সেখানকার বেশ কয়েকটি স্কুলের সাথে কথা বলুন আপনার বাচ্চাদের ভর্তি করার জন্য।
০ নতুন জায়গা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন। সেখানে জীবনযাত্রার মান কেমন।
০ আপনাদের প্রয়োজন অনুসারে কেনাকাটা করে নিন।
০ আপনাদের ঘরের দামি অথচ হালকা জিনিসগুলো প্যাক করতে শুরু করে দিন।
০ বাড়ির পুরানো যে জিনিসগুলো আছে যা আপনার সঙ্গে নিয়ে যাবেন সে জিনিসগুলো পরিষ্কার করা শুরু করে দিন।
০ আপনাদের বাসার গ্যাস, টেলিফোন কেব্লস কোম্পানিকে জানিয়ে দিন যে আগামীকাল থেকে আপনার আর সাপ্লাই এবং কানেকশন এর দরকার নেই।
০ কার্পেট, ফার্নিচার, জানালার পর্দাসহ এরকম যে জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করে প্যাক করতে শুরু করে দিন।
০ আপনাদের প্রয়োজনীয় কাগজ, দলিলপত্রগুলো আলাদা ফাইলে রাখুন।
০ মানুষ যে কোন সময় অসুস্থ হতে পারে তাই নতুন জায়গায় যাওয়ার সময় দরকারি ওষুধ কিনে রাখতে হবে।
০ আপনাদের জামাকাপড় যদি ড্রাই ওয়াস বা লন্ড্রিতে থাকে তাহলে তা নিয়ে আসুন।
০ আপনারা নতুন যেখানে যাবেন সেই জায়গার ঠিকানা পরিচিত সবাইকে দিয়ে দিন।
০ প্রতি মাসে আপনারা নিশ্চয় খবরের কাগজ ও ম্যাগাজিন নিয়ে থাকেন, তাহলে নতুন জায়গায় যাওয়া আগে তা নেওয়া বন্ধ করে দিন।
০ আপনাদের বইপত্র, ওষুধ, মোবাইল চার্জার, আইডি কার্ড, ফোনবুক, ব্যাংকের চেক ইত্যাদি অতি প্রয়োজনীয় জিনিসগুলো আলাদা ব্যাগে প্যাক করুন।
০ আপনাদের যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট নতুন জায়গায় বদলির ব্যাপারে ব্যাংকের সাথে ফাইনাল কথাবার্তা শেষ করে নিন।
০ আপনাদের আশপাশের দোকানে যত বাকি আছে সব পরিশোধ করে ফেলুন।
০ আপনাদের ঘরের ফ্রিজ ডিফ্রস্ট করে শুকিয়ে নিন এবং সিলিং ফ্যান, মাইক্রোওভেন ও টেলিভিশনের মতো যতো দরকারি জিনিস আছে সব প্যাক করুন।
০ আপনাদের ছোটখাটো প্রয়োজনীয় সব জিনিস হাতের কাছে রাখুন।
০ আপনাদের আশপাশের সকল পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে নিন।
মডেল হয়েছেন আয়েশা সুলতানা শম্পা
ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
কোরিওগ্রাফি রুদ্র মাহফুজ
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ২৬, ২০১০
Leave a Reply