শ্যামলা ত্বকের নারীরা দেখতে খুব সুন্দর হয়ে থাকেন। কারণ তাদের বাড়তি তেমন কোন সাজের প্রয়োজন হয়না। চোখে সামান্য কাজল আর ঠোঁটে হাল্কা কোন লিপস্টিক দিলেই তাদের দেখতে অসাধারণ লাগে। আর তার সাথে দেহে যদি থাকে সুন্দর পাড়ের কোন শাড়ি আর চুলে হালকা খোঁপা, একবার ভাবুন সেই শ্যামলা বর্ণের নারীকে দেখতে কি দারুণ লাগবে? শ্যামলা বর্ণের নারীরা খুব কমই সেজে থাকেন। কিন্তু তারপরেও বিভিন্ন সময় এখানে সেখানে কোন ভালো অনুষ্ঠানে গেলে তো কিছুটা হলেও সাজতে হয়। কিন্তু সমস্যা হল শ্যামলা ত্বকের অনেক নারীরাই তাদের ত্বকের ধরন অনুযায়ী সাজতে জানেন না কিংবা কী করতে হবে ত্বকের সাথে তা বুঝে উঠতে পারেন না। তাই জেনে রাখুন সহজ কিছু মেক-আপ টিপস।
শ্যামলা ত্বকের মেক-আপ টিপস
১। শ্যামলা তকে ফাউন্ডেশন ঠিকমত ব্লেন্ড করা জরুরি, না হলে মেক-আপ ভীষণ ভাবে ফুটে ওঠে। ফাউন্ডেশনে সামান্য পানি বা ময়শ্চারাইজার মিশিয়ে ব্যবহার করুন। সহজে ত্বকের পুরো অংশে ফাউন্ডেশন লাগাতে পারবেন।
২। হালকা ভাবে পাউডার লাগাতে পারেন ত্বকে চকচকে ভাব তৈরি হবে।
৩। কোরাল, ডিপ অরেঞ্জ বা রোজ কালার ব্লাশার ট্রাই করুন। পিচ ব্রাউন ব্লাশ এড়িয়ে চলুন।
৪। ব্রোনজ, গোল্ডেন বা কপার আইশেড ব্যবহার করুন। এর সাথে ব্ল্যাক আইলাইনার ও মাসকারা ভালো কাজ করে।
৫। ম্যাট লিপস্টিক বেছে নিন। ব্রাইট রেড, পিংক, ক্যারামেল বা পার্পাল কালার এড়িয়ে চলুন। শ্যামলা ত্বকে ডার্ক মেরুন খুব মানায়।
এস সি
স্বাস্থ্য | DesheBideshe
2021-06-30 13:53:28
Source link
Leave a Reply