হাইলাইটস
- ভারতে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য মডার্না ভ্যাকসিন (moderna vaccine) অনুমোদন করা হয়েছে।
- এই প্রথম বিদেশের কোনও ভ্যাকসিন (vaccine) ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হল।
- মডার্নার (moderna vaccine) হয়ে ভারতে টিকাকরণের বিষয়টি দেখবে মুম্বইয়ের সংস্থা সিপলা।
- কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্য কমলেও দেশে রয়েছে তৃতীয় ঢেউয়ের শঙ্কা।
চলতি সপ্তাহের সোমবার ফার্মা সংস্থা সিপলা দেশে মডার্নার (moderna vaccine) করোনা টিকা আনতে চেয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া-এর কাছে অনুমোদন চায়৷ মঙ্গলবারই ডিসিজিআই সেই ছাড়পত্রে সিলমোহর দিয়েছে। কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের প্রধান তথা নীতি আয়োগ সদস্য ভি কে পল জানান ভারতে এখন চারটি ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। এই ভ্যাকসিনগুলি হল কোভ্যাকসিন, কোভিশিল্ড, স্পুটনিক ভি ও মডার্না। আমেরিকা, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সুইৎজারল্যান্ড, কানাডা, জার্মানি, ফ্রান্স সহ চল্লিশেরও বেশি দেশে ব্যবহার হয়েছে মডার্না।
মডার্না ক’টা টিকা নিতে হবে
২৮ দিনের বিরতিতে দু’টি টিকা নিতে হবে যে কোনও মানুষকে।
মডার্না (moderna) পার্শ্বপ্রতিক্রিয়া
আমেরিকার CDC-র তথ্য অনুযায়ী এই টিকা (vaccine) নিলে
হাত ফুলে ব্যথা হতে পারে
লাল হয়ে যেতে পারে
জ্বর, ক্লান্তি, গায়ে ব্যথা, বমির প্রবণতা, কাঁপুনি হতে পারে।
তবে এগুলো সবই স্বাভাবিক এবং টিকা নেওয়ার দু’-তিন দিনের মধ্যেই মিলিয়ে যাবে।
নতুন প্রজাতির বিরুদ্ধে কতটা কার্যকরী এই টিকা
এখনও পর্যন্ত যা প্রমাণ মিলেছে, তাতে আলফা কিংবা বিটা প্রজাতির ক্ষেত্রে মডার্নার (moderna) কার্যকারিতা কোনও রকম হেরফের হয়নি। তবে ডেল্টা (delta) সহ আরও নতুন প্রজাতির উপর এই প্রতিষেধক কতটা কার্যকর, তা নিয়ে এখনও নজরদারি চলছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি চলছে গবেষণাও।
এর আগে ভারতে ব্যবহারের জন্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও-র অনুমোদন চেয়েছিল মডার্না (moderna)। তখন অনুমোদন দেওয়া হয়নি। তবে এখন দেশে ভ্যাকসিনের (moderna vaccine) অভাব দেখা দেওয়ায় এবং কেন্দ্রীয় সরকার যত দ্রুত সম্ভব দেশের সব নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়ায় মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দেয়। নভেম্বরের ৩০ তারিখ তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য প্রকাশ্যে এনেছিল মডার্না। যেখানে ৯৪.১ শতাংশ কার্যকরিতার দাবি তুলেছিল ওই সংস্থা। এরপর ১৯ ডিসেম্বর আমেরিকা মডার্নাকে জরুরিকালীন ব্যবহারের অনুমতি দিয়েছিল।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-30 11:51:20
Source link
Leave a Reply