হাইলাইটস
- পার্ক, রেস্তোরাঁ, শপিং মল সবই প্রায় বন্ধ।
- আর খোলা থাকলেও খুব কম সংখ্যক মানুষই সেখানে যাচ্ছেন।
- প্রয়োজন ছাড়া কেউই তেমন যাচ্ছেননা।
- বরং নিজের বাহনটিকে সঙ্গী করে এদিক ওদিক লং ড্রাইভ বা সিটি ট্যুরই এখন জেন z এর পছন্দ
ভিডিয়ো কলে কি আর সেইভাবে মন খুলে কথা বলা যায়! অগত্যা ওরা ঠিক করল কাজের শেষে দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে শহরটাকে ঘুরে দেখতে। প্ল্যানমতো দেখাও করল। আর এতদিন বাদে বাড়ির বাইরে বেরিয়ে দুজনেই খুব খুশি। বহুদিন পর চেনা শহরটায় এভাবে ঘুরে বেরিয়ে অনেক স্মৃতি রোমন্থন করল ওরা। পার্ক, রেস্তোরাঁ, শপিং মল সবই প্রায় বন্ধ। আর খোলা থাকলেও খুব কম সংখ্যক মানুষই সেখানে যাচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউই তেমন যাচ্ছেননা। বরং নিজের বাহনটিকে সঙ্গী করে এদিক ওদিক লং ড্রাইভ বা সিটি ট্যুরই এখন জেন z এর পছন্দ। লকডাউনে যেভাবে বদলেছে ডেটি আইডিয়া আসুন দেখে নেওয়া যাক।
সিটি ট্যুর- বাস, মেট্রো, অটো সবই এখন বন্ধ। ফলে বাড়ির বাইরে সামান্য প্রয়োজনে বেরোতে হলেও খুব অসুবিধে। রাস্তা ঘাটও আগের তুলনায় অনেক ফাঁকা। আর তাই যাদের গাড়ি কিংবা বাইক রয়েছে তাঁরা বেশিরভাগই কাজ শেষ করে বেরিয়ে পড়ছেন শহরের ফাঁকা রাস্তায় চষে বেড়াতে। চেনা শহরকে এমন অচেনা রূপে দেখতে কার না ভালো লাগে। ফাঁকা রাস্তা ধরে হু হু করে ছুটছে গাড়ি। মাঝে কোথাও দাঁড়িয়ে একটু টি ব্রেক। আর চোখে-মুখে ঠান্ডা হাওয়া লাগলে বেস ভালোই লাগে।
বাইক রাইড- অনেকেই বাইক নিয়ে বেড়িয়ে পড়ছেন। বিকেল বেলায় বাইক ছুটিয়ে চলে যাচ্ছেন ফাঁকা কোনও মাঠ-ময়দানে। সামাজিক দূরত্ববিধি মেনেই বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটাচ্ছেন দুজনে। খোলা আকাশের নীচে সঙ্গীর সঙ্গে দাঁড়িয়ে প্রেম করার মজাটাই কিন্তু অন্যরকম। সুযোগ পেলে মাটির ভাঁড়ে ধোঁওয়া ওঠা চা নইলে স্রেফ আড্ডা, গল্পেই চলছে টাইম পাস।
লং ড্রাইভ- ক্যাফের আড্ডা নাকি লং ড্রাইভ, প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে হলে কোথায় যাবেন? বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমিকদের সায় যায় লং ড্রাইভের দিকেই। ফলে সুযোগ পেলেই উইকএন্ড গাড়ি ছুটিয়ে লং ড্রাইভে পাড়ি দিচ্ছেন প্রেমিক প্রেমিকারা। আর সঙ্গে যদি থাকে ঝমঝমিয়ে বৃষ্টি তাহলে তো কথাই নেই। গাড়িতে পছন্দর গান, সঙ্গে ভালোবাসার মানুষ আর বাইরে বৃষ্টি। রোম্যান্টিক হতে এর চেয়ে বেশি আর কিছুই লাগে না।
হাউস পার্টি- পাব, রেস্তোরাঁ বন্ধ। আর সামাজিক দূরত্ব, নিরাপত্তা বজায় রেখে সবচেয়ে ভালো অপশন হল হাউস পার্টি। আর তাই হাউস পার্টিতেই কাছের বন্ধুদের নিয়ে আনন্দে মাতছেন অনেক প্রেমিক-প্রেমিকাই। নিজেরাই রান্না করছেন, গান বাজনা আড্ডায় সপ্তাহন্তে দারুণ জমে উঠছে হাউস পার্টি।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-28 23:04:45
Source link
Leave a Reply