সমস্যাঃ আমার বয়স ১৯ বছর। উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪১ কেজি। আমার সমস্যা হলো, গলার আলাজিহ্বার পাশে কোমল তালুতে দুই পাশে দুটি গুটিমতো দেখা যায়। তা থেকে হলুদ এক ধরনের ময়লা দেখা যায়। যখন ময়লাগুলো বের হয়ে আসে, তখন টিপ দিলে হাতে মিশে যায় এবং খুব দুর্গন্ধ বের হয়। গুটির ভেতর আরও ময়লা আছে তা দেখা যায়। প্রতিদিন ময়লা বের হয় না, মাঝেমধ্যে বের হয়। গলায় কিছু আটকে আছে তা বোঝা যায়। এ জন্য আমার অন্য কোনো সমস্যা হয় না। তবে মুখে দুর্গন্ধ থাকে। ব্রাশ করলেও দুই ঘণ্টার মধ্যে আবার দুর্গন্ধ হয়ে যায়। আমার গ্যাস্ট্রিকেরও সমস্যা আছে। রাতে গলার আওয়াজ ভেঙে যায়। এ সমস্যা থেকে আমি কি মুক্তি পাব?
ফেরদৌসী, দেবীদ্বার
পরামর্শঃ আপনার গলায় ক্রনিক টনসিলাইটিস ধরনের রোগ আছে বলে মনে হচ্ছে। এই রোগে টনসিলে এ রকম দুর্গন্ধযুক্ত ময়লা আসতে পারে। এ ছাড়া টনসিলে কেরাটোসিস নামের রোগেও টনসিলে সাদা ও হলদে ময়লা দেখা যায়। ক্রনিক টনসিলাইটিসের চিকিৎসা হচ্ছে টনসিলেকটমি বা টনসিলের সার্জারি। টনসিলেকটমি একটি অতি উপকারী অপারেশন।
সঠিক নির্দেশনা বিচার করে ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই অপারেশন করতে হয়। আপনি কোনো মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টনসিলেকটমি অপারেশন করিয়ে নিতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ঘুমের সময় বা শোয়ার সময় গ্যাস্ট্রিক এসিড ওপরে উঠে স্বরনালিতে প্রদাহ করতে পারে। রাতের খাবার ঘুমাতে যাওয়ার তিন ঘণ্টা আগে হালকা পরিমাণে খাবেন এবং মসলাযুক্ত খাবার খাবেন না। পরামর্শমতো চললে আশা করি আপনি এসব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· আবুল হাসনাত জোয়ারদার
নাক, কান ও গলা বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৭, ২০০৮
সনজয়
আমার বয়স ২৭ বছর।আমার গলায় ২ টি টনসিল রয়েছে এবং তা থেকে সাদা গুটি বের হয়।সাথে সাথে গলার দুই পাশের রগে ও গলবিলে ব্যাথা করে।এখন কি আমি টনসিল অপারেশন করব?অপারেশন করলে অথবা না করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না ?আর রগ ও গলবিলের ব্যাথার জন্য কি করব?
Bangla Health
ব্যাপারটা পরীক্ষা না করে কিছুই বলা যাচ্ছে না। আপনার উচির হবে অবশ্যই ডাক্তার দেখিয়ে পরামর্শ নেয়া।
বিপু
আমার বয়স ৩৪ আমি প্রবাসে আছি ১ মাস আগে আমার গলাতে সমস্যা হওয়াতে এখানকার এখানার একজন ইরাকি ডাক্টারকে দেখাই তিনি আমাকে 1.cefpodoxime(proxetil)200mg 2.perasitamol 500mg এবং চুসে খাবার জন্য orofar দেন ।এতে ভাল না হওয়াতে আবার তার কাছে গেলে তিনি klavox 1mg(clavulanate-potentiated amoxyciliiin) দেন সাথে পেরাসিটামল এবং orofar.৭ দিন পর কিছুটা উন্নতি হয়,আবার তার কাছে গেলে তিনি দেখার পর বলেন ধিরে ধিরে সেরে যাবে ।কিন্তুু ফোনে বা বেশি কথা বলার পর ব্যাথা অনুভব করা এবং ঢোক গিলার সময় টাস করে সব্দ হওয়া এবং মাঝে মাঝে কান বন্ধ ভাব হওয়াতে তার কাছে আবার যাই এবং তাকে অনুরোধ করি একটা xray করার জন্য ।xray রিপো্রট নরমাল আসে ।তখন ডাক্টার বলে আমি নাকি বেশি টেনশন করি । এখনো কথা বলার পর দুই সাইডে ব্যাথা হয় কান মাঝে মাঝে বন্ধ ভাব হয় । স্যার দয়াকরে বলেন আমার কি সমস্যা এবং আমি কি করতে পারি ।স্যার আমরা অল্প শিক্ষিত,গরিব মানুষ আপনাদের পরামর্শের আশায় থাকি ।
Bangla Health
আপনি শুধু একটু ব্যায়াম করে শারীরিক ফিটনেস বাড়ান। আর ঠাণ্ডা লাগানো থেকে দূরে থাকবেন। তাতেই এই ধরনের খুচরো সমস্যা থেকে এড়িয়ে থাকতে পারবেন।
বিপু
ভাই আমার উত্তর দিন দয়া করে ।
শাহ আলম
আমার বয়স ২৮ ওজন ৫২ কেজি আমার সমস্যাহল আমার আলা জিব্বা পাশে টনসিলে একটা গর্ত হালকা ব্যাতাও হয় আমি এখন কি করব?
Bangla Health
মুখ-কান-গলা বিশেষজ্ঞ দেখিয়ে পরীক্ষা করিয়ে নিন।
sheikh
amr nissase kub durgondo aj 10 years dore.dr kunu rug dorte pare na.schalling koriyechi.ta o kome na.mouth wash o kaj kore na.ki korbi
Bangla Health
সব সময় ঠাণ্ডা লাগার বাতিক থাকলে এমন হতে পারে। শারীরিক ফিটনেস ভালো হলে সহজে ঠাণ্ডা লাগে না।
Anukul das
আমার বয়স ২৯ বছর। আমি বিবাহিত এবং প্রবাসে থাকি। গত একমাস যাবত আমার গলার ভেতর থেকে সাদা সাদা কি বের হচ্ছে সাথে গন্ধ আছে। একটু জানালে উপকার হবে। জানাবেন প্লিজ
Bangla Health
কফ হতে পারে। তবে গন্ধ হলে ডাক্তার দেখাবেন।
Tuspa
আমারও একই সমস্যা কিন্তু আমার কখনো গলা ব্যথা বাটনসেল সমস্যা করে নাই তাহলে আমরাও কি একই প্রবলেম
বিশ্বজিত সুত ধর
আমার গলবিলে কিছু লাল লাল গুটা।।কোন ব্যাথা নাই।।। ডাক্তার দেখায়ছি যাচ্ছে না।।।।কী করা উচিত আমাী