নিজস্ব প্রতিবেদন: ১৩ বছর বয়সেই ভ্যাকসিন পেল নাবালক। কো-উইনের মেসেজে বলছে ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে। কিন্তু দেশে তো ১৮ বছরের কমে টিকাকরণ এখনও শুরু হয়নি। তাহলে কেমন করে ভ্যাকসিন পেল ১৩-বছরের ভেদান্ত ডাংরে?
বাবা রজত ডাংরে জানাচ্ছেন, কো-উইন থেকে একটি মেসেজ আসে। যাতে রেফারেন্স আইডি সহ নাম দিয়ে লেখা রয়েছে ভেদান্ত ডাংরের ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে। আজব কাণ্ড! বাবা রজত ডাংরে জানাচ্ছেন তাঁর ছেলে কেমন করে ভ্যাকসিন পেতে পারে? কিন্তু তাহলে কে ভ্যাকসিন পেলেন? কোথায় গিয়ে তথ্যের গোজামিল হচ্ছে?
আরও পড়ুন: ৫০ পার করেননি, তাঁদের মত্যু সংখ্যাই বেশি করোনায় বলছে AIIMS
রজত ডাংরে জানাচ্ছেন,সরকারি খাতায় তাঁর ছেলের তথ্য সেভাবে জমা করা হয়েছে কর্পোরেশনে ভাতার আবেদনে। তাহলে সেই তথ্যই কী ভ্যাকসিনেশনে ব্যবহৃত হল? যেদিন ভেদান্ত ডাংরে ভ্যাকসিন পেয়েছেন, সেই দিনটি হল মধ্যপ্রদেশ যেদিন ২৪ ঘণ্টায় টিকাকরণে রেকর্ড করেছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-06-29 12:29:35
Source link
Leave a Reply