শীতের কনকনে ঠান্ডা বাতাস বইছে। বাইরে বের হওয়ার সময় না হয় গায়ে গরম পোশাক থাকে। কিন্তু বাসায় এভাবে থাকতে আরাম বোধ হয় না। অনেক সময় এত গরম পোশাক বিরক্তির কারণ হতে পারে। আবার প্রচণ্ড ঠান্ডায় পোশাক খুলে রাখার কথাও ভাবা যায় না। এমন সমস্যার সামাধান হতে পারে কক্ষ উষ্ণ রাখার যন্ত্র বা রুম হিটার।
কক্ষ উষ্ণ রাখার বৈদ্যুতিক যন্ত্র চালু করলে কিছুক্ষণের মধ্যেই কক্ষ উষ্ণ হয়ে যায়। আবার এমন কিছু কক্ষ উষ্ণ রাখার যন্ত্র রয়েছে যা নির্দিষ্ট সময় অন্তর আপনাআপনি বন্ধ হয়, আবার চালু হয়। এখন এ ধরনের বেশ কিছু যন্ত্র পাওয়া যাচ্ছে ইলেক্ট্রনিকস পণ্যের দোকানগুলোয়। কক্ষের আয়তনের ওপর নির্ভর করে পাওয়া যায় এসব যন্ত্র। যেসব ঘরের আয়তন বড়, সেসব ঘরের জন্য বেশি ভোল্টের যন্ত্র প্রযোজ্য।
বিভিন্ন ব্র্যান্ডের কক্ষ উষ্ণ রাখার যন্ত্রের দরদাম নির্ভর করে এর আয়তনের ওপর।
সিমেন্স এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার ৩০০ টাকায়, এয়ারমেট দুই হাজার থেকে তিন হাজার, নোভা এক হাজার ৩০০ থেকে চার হাজার ২০০, মিয়াকো, কনকার মতো ব্র্যান্ডের কক্ষ উষ্ণ রাখার যন্ত্র এক হাজার ৩০০ থেকে চার হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যাবে। কক্ষ উষ্ণ রাখার বিভিন্ন পণ্য পাওয়া যাবে ঢাকার স্টেডিয়াম মার্কেট, নিউমার্কেট, বসুন্ধরা সিটিসহ স্ব স্ব প্রতিষ্ঠানের বিক্রয় কেন্দ্রে।
যদি এই শীতেও ঘর উষ্ণ রাখতে চান, দেরি না করে এখনই কিনে ফেলুন কক্ষ উষ্ণ রাখার যন্ত্র। এই তীব্র শীতেও অনুভব করুন উষ্ণ আমেজ!
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২৬, ২০১০
Leave a Reply