হাইলাইটস
- করোনার দ্বিতীয় ঢেউয়ে (Coronavirus Second Wave) ধাক্কায় বেসামাল দেশ।
- এরই মধ্যে তৈরি হয়েছে করোনার তৃতীয় ঢেউ (Coronavirus Third Wave) আছড়ে পড়ার আশঙ্কা।
- এর চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট (Delta Plus) ।
- করোনার ৮০ শতাংশ রোগীই এই নয়া প্রজাতিতে আক্রান্ত হতে পারে, দাবি করেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামীদিনে এই ডেল্টা প্লাস (Delta Plus) ভাইরাসই ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মনে করছে, এই নতুন স্ট্রেন ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। নতুন স্ট্রেনে আক্রান্তও হয়েছেন অনেকেই। কেন্দ্রীয় সরকার ডেল্টা প্লাস (Delta Plus) প্রজাতিকে ‘ভ্যারিয়্যান্ট অফ কনসার্ন’-এর আখ্যা দিয়েছে। সহজ কথায় বলতে গেলে এতদিন এই প্রজাতি নিয়ে বিশেষ আশঙ্কা না থাকলেও, এবার দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে এই প্রজাতি।
তবে, নতুন প্রজাতির দাপট কতটা হবে, তা এখনই বোঝা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, একমাত্র টিকাকরণই যে বাঁচার উপায়। কিন্তু এখন প্রশ্ন হল যে, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড কী করোনা এই নতুন প্রজাতি ডেল্টা (Delta) বা ডেল্টা প্লাস (Delta Plus) আটকাতে সক্ষম?
কেননা, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড যখন পরীক্ষা করা হয়েছিল, তখন করোনার এই নতুন প্রজাতিগুলোর অস্তিত্ব ছিল না। তাই ডেল্টা বা ডেল্টা প্লাসের উপর কতটা কার্যকরী হবে এই প্রতিষেধকগুলি তা নিয়ে জানিয়েছে হালের গবেষণা। হালের গবেষণা থেকে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন— দুই-ই ডেল্টা প্রজাতির (Delta Variants) ক্ষেত্রে কার্যকর। কিন্তু কতটা কার্যকর বা কত সংখ্যক অ্যান্টিবডি তৈরি হতে পারে, এই ধরনের তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। গবেষণা চলছে এবং খুব তাড়াতাড়ি ফল জানা যাবে।
ভারতে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের পাশাপাশি স্পুটনিক ভিও পাওয়া যাচ্ছে। এই প্রতিষেধকের নির্মাতারা জানিয়েছেন, এখনও পর্যন্ত করোনার যে কটি প্রজাতির খোঁজ মিলেছে, তার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করবে স্পুটনিক ভি। এটি ডেল্টা প্রজাতিও (Delta Variants) তার মধ্যে পড়ে। এছাড়া দেশে শীঘ্রই আসতে পারে ফাইজার প্রতিষেধক। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে যে করোনার ডেল্টা প্রজাতির (Delta Variants) বিরুদ্ধে ফাইজার অনেকটাই কার্যকরী। তাই গবেষকরা বলছেন, ডেল্টা প্লাস (Delta Variants) যতই সংক্রামক হোক না কেন, সামাজিক দূরত্ব, ডাবল মাস্কিং, স্যানিটাইজেশনের মতো স্বাস্থ্যকর অভ্যাসই সুস্থ থাকা যাবে। সময় থাকতে টিকা নিতে পারলে করোনা অতিমারীকে অনায়াসে দমন করা সম্ভব হবে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-29 09:38:51
Source link
Leave a Reply