এইসব কারণেই আউটডোর ছাতা বা কুশনের চাহিদাও এখন বেশ ভালো। কিন্তু শুধু ব্যবহার করে গেলেই তো হবে না এর দেখভালও দরকার। ধোয়াধুয়ি, শুকোনো, স্প্রে করা সবটাই করতে হবে যত্ন নিয়ে।
আগে ছাতার যত্নে আসা যাক।
*আউটডোর আমব্রেলা বা বাগানের ছাতা তৈরিই হয় এমনভাবে যাতে প্রয়োজন মতো খুলে সেটিকে পরিষ্কার যেতে পারে।
*খেয়াল করে দেখবেন ছাতার লোহার শিকে যে কাপড়টি আটকে আছে সেটি আলাদা ব্যবস্থা রয়েছে।
কাপড়টি খুলে প্রথমে ঝেড়ে নিন। যাতে আলগা ময়লা বেরিয়ে যায়। বিছানা ঝাড়ার ঝাঁটা দিয়ে ঝেড়েও নিতে পারেন।
*লোহার শিকগুলি প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পারলে তাতে অল্প তেল লাগিয়ে নিন। এর ফলে লোহায় জং পড়ার সম্ভাবনা কমে।
*ফের আসা যাক ছাতার কাপড়ের কথায়। একটি বালতিতে দুই মগ উষ্ণ গরম জল নিন। তাতে মেশান দুই কাপ ভিনিগার এবং এক চামচ বাসন ধোয়ার লিকুইড। ভালো করে মেশান।
* মিশ্রণে ছাতার কাপড়টি দিয়ে হালকা করে ব্রাশ করে নিন। মিনিট দশেক ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে জলে ধুয়ে নিন।
* হালকা করে নিঙড়ে রোদে শুকিয়ে নিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই লোহার শিকে ফের গেঁথে নেবেন। না হলে কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
ছাতার ব্যাপারটা হয়ে গেল। এবার আসা যাক আউটডোর কুশনের কথায়।
*কুশনের ওয়ার তো মেশিন কিংবা হাতে ধুয়েই নিতে পারবেন। খেয়াল রাখবেন ধোয়ার সময় মাইল্ড ওয়াশিং লিক্যুইড ব্যবহার করবেন। না হলে ওয়ারগুলি রুক্ষ এবং রংচটা হযে যায়।
* প্রথমেই বলে রাখি যে কুশন কিন্তু মাঠে বা বাগানে ধোবেন না। তাতে মাটি লেগে যেতে পারে। আর কুশনে মাটির দাগ সহজে যায় না।
*ছাদের উপর কুশন ধোয়া যায়। এক্ষেত্রে বড় গামলায় একটা একটা করে কুশন ধুয়ে নিন। তাতে কুশনে ফোলাভাব কম হবে না। ভিতরের তুলোও ভালো থাকবে।
*বড় গামলায় দুই চামচ ডিশ ওয়াশার লিক্যুইড এবং অর্ধেক চামচ বরিক পাউডার মেশান। তাতে কুশন একে একে চুবিয়ে আলতো করে রগড়াতে থাকুন। অপরিচ্ছন্নতা অনুযায়ী হালকা করে ব্রাশও করে নিতে পারেন।
*মিশ্রণে কুশনগুলি বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখুন।
* এবার জল ঝরানোর পালা। হাত দিয়ে চেপে চেপে আগে খানিকটা জল ঝরিয়ে নিন।
*এর পর দড়িতে জল ঝরানোর জন্য ঝুলিয়ে রাখুন।
*কুশন শুকোতে অনেকটাই সময় লাগে।
*ভালো রোদ পেলে তাড়াতাড়ি শুকিয়ে যায়।
*কুশনটি যদি চামড়ার তৈরি হয় তাহলে জলের মধ্যে খাবার সোডা মিশিযে শুকনো কাপড় ভিজিয়ে ঘষে নিলে সেটি পরিষ্কার হয়ে যেতে পারে। অবশ্যই সেটি রোদে দেবেন।
*অনেকে আবার কুশন শুকিয়ে যাওয়ার পর পাউডার মাখিয়ে নেন।
তবে বর্ষাকালে এই সব ধোয়াধুয়ি করার চেয়ে রোদ ঝলমলে দিনকে বেছে নিন। তাতে ছাতার কাপড় বা কুশনে ছত্রাক পড়ার সম্ভাবনা থাকে না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-28 16:33:52
Source link
Leave a Reply