হাইলাইটস
- সঙ্গীর কাছে অনেকেই প্রতারিত হন,
- মিথ্যে বললেও হয়ো অন্ধ বিশ্বাসের জন্য তা মানতেন না
- কিন্তু এবার আপনি সঠিক মানুষ চিনতে শিখবেন
রিয়ান প্রায়দিনই কাজ, পড়াশোনার চাপ বলে দেখা করতে আসত না। পরে যখন শ্রেয়াসার কানে এল ক্লাসেরই অন্য একটি মেয়ের সঙ্গে রিয়ানের প্রেম ততদিনে আর এই সম্পর্কটা থাকল না। নিজে থেকেই বেরিয়ে আসল শ্রেয়াসা। কিন্তু এর পর ওর খুবই সমস্যা হত। পড়াশোনায় মন বসত না। কারোর সঙ্গে কথা বলত না। ক্রমাগত নিজেকেই যেন দোষারোপ করত। এতগুলো বছর কেন নষ্ট করল, কেরিয়ারে ফোকাস করা উচিত ছিল এই সব। এতে সমস্যা যেন আরও জটিল হত। শেষপর্যন্ত ওর এক দিদির পরামর্শে ও সব ঝেড়ে ফেলে নিজের মতো করে কাজে মন দিল। ভুল মানুষ মাত্রেই হয়। আর তাইপ্রেম ভেঙে গেলে নিজেকে কখনও দোষারোপ করবেন না। এছাড়াও আরও যা কিছু করবেন-
নিজেকে চিনতে পারবেন- যে কোনও ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। সম্পর্কে এতদিন থেকে ছখন নিজের ভুল বুঝতে পারবেন তখন তার সঙ্গে এটাও জানবেন যে আপনি ঠিক কোনটা সহ্য করতে পারেন না। সঙ্গীর কাছে অনেকেই প্রতারিত হন, মিথ্যে বললেও হয়ো অন্ধ বিশ্বাসের জন্য তা মানতেন না কিন্তু এবার আপনি সঠিক মানুষ চিনতে শিখবেন।
নিজেকে সময় দিন- অন্যের পেছনে অনেক সময় দিলেন। অনেক কিছু ভাবলেন। এবার একটু নিজের জন্য ভাবুন। নিজেকে সময় দিন। নিজেকে নতুন করে চিনুন। নিজের শখ, আহ্লাদ পূরণ করুন। স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান।
সব কিছুর জন্য একটা কারণ থাকে- প্রত্যেক ঘটনার পেছনে কিন্তু একটা কারণ থাকে এবং যা হয় ভালোর জন্যেই হয়। প্রথম প্রথম হয়তো কষ্ট হবে। মানিয়ে নিতে অসুবিধে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই ঠিক হয়ে যায়। এই উপলব্ধিটাও কিন্তু পরে আসে।
জীবনে বেশ ইতিবাচকতা আসে- সম্পর্ক টানাপোড়েন এসবের থেকে বেরিয়ে আসতে পারলে জীবনেও খানিক শান্তি পাওয়া যায়। অশান্তি নিয়ে কেউই চলতে চান না। আর তাই সম্পর্কের এই বন্ধন থেকে মুক্তি পেলে কোথাও গিয়ে মন থেকে ভালো থাকা যায়। মনের মতো করে কাজ করা যায়।
নতুন কিছু চেষ্টা করুন- সম্পর্ক থেকে বেরিয়ে আসার দুঃখ, ব্রেকআপ এসব ভুলতে অনেকেই নতুন উদ্যোমে কাজ শুরু করেন। মনের ইচ্ছে পূরণ করেন। নতুন কোনও কিছু চেষ্টা করেন। তা হতে পারে গান শেখা, নাচ শেখা, গিটার শেখা কিংবা ট্রেকিং। মন খুলে অনেকটা নিজের মতো করে বাঁচা যায়। নিজেকে নতুন করে আবিষ্কার করা যায়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-28 23:01:29
Source link
Leave a Reply