নিজস্ব প্রতিবেদন: এক সপ্তাহ ধরে টানা দু’হাজারের নীচে থাকছে রাজ্যের কোভিড সংক্রমণ (West Bengal COVID Cases)। সোমবার তা আরও কমল। নামল ১৮০০-র নীচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। ৩২ জনের মৃত্যু হয়েছে। তবে টিকাকরণ অনেকটা কম। এ দিন টিকা নিয়েছেন ৭৯ হাজার ৬০৯ জন।
ক্রমশ উন্নতি হচ্ছে রাজ্যের করোনাচিত্রের। সোমবার তাই চলমান বিধিনিষেধ (West Bengal Restrictions) অনেকখানি শিথিল করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শুক্রবার সংক্রমিতের সংখ্যা ১,৭৬১। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৩৬ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫০ হাজার ৫ জনের। সংক্রমণের হার ৩.৫২ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১৬৪। ১৮৬ জন আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ৯২, ৯১ ও ৯৫। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২১ হাজার ৫৮০ জন।
গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ৩২ জনের। গতকাল সংখ্যাটা ছিল ২৯। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৭ ও ৯। ৫ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ১ এবং ৪। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ২ হাজার ৩৩ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৩৮%।
গতকাল টিকা নিয়েছিলেন ২ লক্ষ ৯৫ হাজার ৮০১ জন। সোমবার টিকাকরণ এক ধাক্কায় কমে হয়েছে ৭৯ হাজার ৬০৯ জনের। ৫৭ লক্ষ ৭৩৭ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২১ হাজার ৮৭২ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার ৫০ জনের।
আরও পড়ুুন- ‘মুখ্যমন্ত্রী কি ফালতু কথা বলার জন্য আছেন নাকি?’ হাওয়ালায় রাজ্যপালকে পাল্টা TMC
Zee24Ghanta: Health News
2021-06-28 23:03:42
Source link
Leave a Reply