এঁর সঙ্গে সারাজীবন কাটাতে পারবেন তো- বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। সকলকেই নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ফলে কোনও বিষয় নিয়েই ছেলেখেলা ঠিক নয়। প্রেম করতে হবে বলে করছেন কিংবা নিছক টাইম পাস এই মানসিকতা না রাখাই ভালো। বরং অবশ্যই দেখে নিন সেই মানুষটির সঙ্গে সারা জীবন কাটাতে পারবেন কিনা। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না।
হতাশা থেকে সিদ্ধান্ত নয় তো- এই প্যান্ডেমিকে অনেকেই মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। অনেকেরই প্রেম কেটে গিয়েছে। আবার অনেকেই লকডাউনে কাজ হারিয়েছেন। কেউ খুব বেশি প্যানিক হয়ে পড়েছেন। সেখান থেকে তড়িঘড়ি কেউ যেমন বিয়ে করতে চাইছেন তেমনই কেউ সঙ্গীর খোঁজ করছেন এই সময়টা পার করে দেওয়ার জন্য।
দুজনে একসঙ্গে কতটা ভালো সময় কাটিয়েছেন- ধরা যাক আপনারা ৬ মাস একে অপরের সঙ্গে প্রেম করছেন। সোশ্যাল মিডিয়াতেই আলাপ। এখনও কাউকে চাক্ষুষ দেখেননি। কিন্তু আপনারা বিয়ের সিদ্ধান্ত নিতে চাইছেন। আপনাদের মধ্যে কি এই কয়েকদিনে ঝামেলা হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে কিংবা একে অপরকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন?এই উত্তরগুলো পেলেই কিন্তু প্রেমের কথা ভাবুন। তার আগে একে অপরকেভালো করে চিনে নিন।
আপনারা কি একে অপরের পরিপূরক?- বেশিক্ষণ কথা না বলে থাকতে পারেন না? কিংবা একে অপরকে চোখে হারাচ্ছেন? মানসিকতার দিক থেকেও কি দুজনে এক? একে অন্যের প্রিয় বন্ধু হয়ে উঠেছেন? দুজনের মধ্যে যদি সুন্দর মিল থাকে বোঝাপড়া ভালো হয় তাহলে অবশ্যই ভবিষ্যতের কথা ভাবুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-28 18:05:12
Source link
Leave a Reply