মোবাইল ফোনে যে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়, সেগুলোর সাধারণত ৫০০-৮০০ বার চার্জ-ডিসচার্জ সাইকেল থাকে। কিন্তু ঠিকমতো ব্যবহার না করতে পারার জন্য সময়ের আগেই ব্যাটারির আয়ু শেষ হয়ে যায়। কীভাবে যত্ন নেবেন ব্যাটারির ? তাই নিয়ে এবারের আয়োজন-
মোবাইল ফোন চালু রাখার জন্য সবচেয়ে জরুরি তার ব্যাটারি। প্রায় প্রতিটি মোবাইল ফোনেই রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। ফোনের ব্যাটারির ধরণ অনুযায়ী একদিন বা দু’দিন পরপর তাতে চার্জ দিতে হয়। তবে সাধারণভাবে ব্যাটারির ব্যাটারিতে যতবার চার্জ দেওয়া হয়, তার আয়ু তত কমতে থাকে। সব সময় দেখা উচিত যাতে মোবাইলের ব্যাটারি কম খরচ হয়। এতে ব্যাটারির সঙ্গে-সঙ্গে ফোন ভাল থাকে। ব্যাটারি যাতে কম খরচ হয় তার জন্য কতগুলো জিনিস মনে রাখতে হবে!
০ সবচেয়ে বেশি ব্যাটারি খরচ হয় ব্লু-টুথের জন্য। সেই কারণে যখন ব্লু-টুথ ব্যবহার করা হচ্ছে না তখন তা ‘অফ’ করে রাখতে হবে।
০ যখন রিংগিং মোডে মোবাইল ফোন রাখা আছে, তখন ভাইব্রেটর অফ করে রাখতে পারেন। তবে ক্লাসে মিটিংয়ে বা হাসপাতালে ফোন বন্ধ করা সম্ভব না হলে ভাইব্রেটরে রাখতে পারেন।
০ মোবাইল ফোনের ‘ব্রাইটনেস’ কমানো থাকলে ব্যাটারি কম খরচ হয়। তবে কখনওই ব্রাইটনেস এতটা কমানো উচিত নয় যে, চোখের উপর চাপ পড়বে।
০ ডিসপ্লে সেটিংসে পাওয়ার সেভার টাইম-আউট আর লাইট-আউট অপশনে গিয়ে সময় কমিয়ে রাখলে মোবাইল ফোনে কথা না বললে বা অন্য কোনও কাজ না করলে তাড়াতাড়ি ফোনটি পাওয়ার সেভ মোডে চলে যায়। এতে ফোনের ব্যাটারি বাঁচে।
০ ব্লু-টুথের মতোই মোবাইল ফোনে গেম খেললে প্রচুর ব্যাটারি খরচ হয়। এর থেকে কম্পিউটারে গেম লোড করে খেলাই ভাল।
০ সবসময় কি-প্যাড লক টাইমিং দিয়ে রাখুন, যাতে কখনও হাতের চাপে বা ব্যাগে থাকলে কোনও কিছুতে চাপ লেগে মোবাইল ফোন অন না হয়ে যায়।
০ ব্যাটারি চার্জ দেওয়ার সময় যেমন অতিরিক্ত চার্জ ব্যাটারির জন্য খারাপ, তেমন কম সময় ধরে বারবার চার্জ দেওয়াও একদম উচিত নয়।
০ ব্যাটারিতে চার্জ নেই বলে ফোন বন্ধ হয়ে যাওয়াও ঠিক নয়, তাই ব্যাটারি লো মেসেজটি দেখালেই বা ব্যাটারি লো হয়ে যাওয়ার অন্য কোনও ইনডিকেশন দিলেই, চার্জ দেওয়া উচিত।
০ বেশ কিছুদিনের জন্য যদি ব্যাটারি ব্যবহার করা না হয়, তাহলে মোবাইল ফোন থেকে ব্যাটারি খুলে রাখা উচিত। ব্যাটারি সবসময় পরিষ্কার ও শুকনো জায়গায় রাখা উচিত। কখনওই ধাতব কোন কিছুর সঙ্গে রাখা উচিত নয়। ব্যাটারি ব্যবহার না করে খুলে রাখলে তার চার্জ পুরোপুরি চলে যায়, তাই পরের বার ব্যবহার করার আগে অবশ্যই চার্জ দিয়ে নিতে হবে।
০ মাঝে-মাঝেই ব্যাটারি খুলে সুতির কাপড় বা তুলো দিয়ে পরিষ্কার করা উচিত। এতে ব্যাটারির সঙ্গে মোবাইল ফোনের কানেকশন হতে সুবিধে হয়।
০ খুব গরম কোনও জায়গায় ব্যাটারি রাখা উচিত নয়। যেমন, গাড়ির ড্যাশ বোর্ডের উপর মোবাইল ফোন রাখা খুব ক্ষতিকর।
০ নতুন বা পুরনো ব্যাটারি চার্জে বসানোর দু’-তিন মিনিট পরেই যদি পুরো চার্জ দেখায়, তবে ব্যাটারি ফোন থেকে খুলে নিয়ে আবার ঢুকিয়ে চার্জে বসাতে হবে।
অজয় চৌধুরী
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ২৩, ২০১০
Leave a Reply