হাইলাইটস
- সদ্যই মুক্তি পেয়েছে বিদ্যা বালন অভিনীত ছবি ‘শেরনি’। অন্য ধরনের এই ছবি জুড়ে শুধুই জঙ্গল আর জঙ্গল। আর রয়েছে এক বাঘিনী।
- তাকে ঘিরেই তৈরি হয়েছে ছবির গল্প।
- দুই ঘণ্টা ১০ মিনিটের এই ছবির দম বন্ধ করা টানটান চিত্রনাট্য অরণ্য জীবন সম্পর্কে সাধারণ দর্শকের আগ্রহ বাড়িয়ে তোলে।
দেশের ৫২তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে রাজস্থানের রামগড় অভয়ারণ্যকে সবুজ সংকেত দিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA। রামগড় নামটা শুনলে অনেকেরই হয়তো শোলে ছবির কথা মনে পড়বে, তবে রামগড় অভয়ারণ্যের সঙ্গে শেরনির জঙ্গলের মিল বরং অনেকটাই বেশি।
রাজস্থানের রামগড় বিশধরি অভয়ারণ্য। এটি রাজস্থানের চতুর্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। রামগড় ছাড়াও রনথম্বর, সিসকা এবং মুকুন্দরা-তে এ রাজ্যের তিনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে।
নতুন ব্যাঘ্র প্রকল্প থেকে ঘুরেই আসার জন্য মন চাইছে? তাহলে এই জঙ্গল সম্পর্কে কটা কথা জেনেন নিন। অরণ্য ভ্রমণে আগ্রহ পাবেন।
– রাজস্থানের বুঁদির জঙ্গলের একটা বড় অংশকে ১৯৮২ সালে রামগড় বিশধরি অভয়ারণ্য নামে সংরক্ষণ করা হয়।
– অভয়ারণ্যের আয়তন ২৫২.৭৯ বর্গ কিলোমিটার। রনথম্বর জাতীয় অভয়ারণ্যেরই বর্ধিষ্ণু অরণ্য এই রামগড়।
– দেশের অন্যতম সুন্দর এবং অরণ্য এটি।
– জঙ্গলের প্রধান অঞ্চলে রয়েছে আট খানি গ্রাম। জঙ্গলকে কেন্দ্র করেই বেঁচে আছেন এই সব গ্রামের বাসিন্দারা।
– সম্প্রতি এটিকে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ঘোষণার সবুজ সংকেত দেওয়া হলেও অন্যান্য পশুরা কিন্তু এখানে বহাল তবিয়তে বসবাস করে। ভারতীয় নেকড়ে, লেপার্ড, হায়না, সোনালি শৃগাল, সম্বর হরিণ, চিতল হরিণ, বন্য ভল্লুক, চিঙ্কারা হরিণ, ছোটো বিড়াল, নীলগাই এবং বনবিড়ালে এই জঙ্গল পরিপূর্ণ।
– রাজস্থান ট্যুরিজমের একটা বড় অংশ কিন্তু এই অভয়ারণ্যকে কভার করে। পর্যটন দফতরের মতে এই অভয়ারণ্য ঘোরার সেরা সময় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ।
– ২৯১৯ সাল থেকেই এখানে বাঘের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। বলাবাহুল্য, সজাগ হয় বনদফতর। বাঘের সংখ্যা বাড়তে থাকায় অবশেষে এটিকে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র করার সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়ে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ।
– বুঁদি থেকে রামগড় অভয়ারণ্যের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। বুঁদি-নাইওয়া রোড ধরে গাড়ি করে যাতায়াত করা যায় অনায়াসে।
– সারাদিন এখান কাটানো যায়।
– অভয়ারণ্য ঘোরার পর বুঁদির আরও বেশ কয়েকটা জায়গা ঘুরে নিতে পারেন।
– তারাগড় দুর্গ, রানিজি কি বাউরি, সুখ মহল, নওয়াল সাগর, জৈত সাগর হ্রদ, নগর সাগর কুণ্ড, ৮৪ স্তম্ভের সেনোতাপ, হাথি পোল, শিকার বুর্জ, চিত্র মহল, ফুল সাগর ঘুরে আসুন গাড়ি করে। বুঁদি ঘোরার নির্দিষ্ট প্যাকেজও পেয়ে যাবেন।
– বুঁদি এবং রনথম্বর ঘোরার জন্য চার থেকে পাঁচ দিন যথেষ্ট।
– জিভে জল আনা রাজস্থানের স্পেশাল খাবার অবশ্যই চেখে দেখবেন।
– হস্তশিল্পের নানা জিনিস কেনাকাটা করতে ভুবেন না।
– কোভিড পরিস্থিতির কারণে আপাতত রাজস্থান ট্যুর বন্ধ। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিছুদিনের মধ্যেই হয়তো পর্যটকরা ভিড় জমাতে পারবেন রামগড় অভয়ারণ্য সহ রাজস্থানের একাধিক পর্যটনকেন্দ্রে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-25 17:52:23
Source link
Leave a Reply