হাইলাইটস
- যে কোনও মানুষের সঙ্গে বোঝাপড়াটাই আসল।
- আর তাই সম্পর্ক তৈরি হলে আসতে আসতে বুঝতে হবে মানুষটা কেমন
কিন্তু এমন সুন্দর বৌমাকে কোনওদিনই সুনজরে দেখেননি শাশুড়ি মা। সরাসরি না বললেও বাঁকা ভাবে শ্রেষ্ঠাকে নিয়ে অনেক রকম মন্তব্য করতেন তিনি। তাঁর মনে হত ছেলের বউ এসে তাঁর ছেলেকে কেড়ে নিয়েছে। কেননা ছেলে বৌয়ের হাতের বিরিয়ানি খুব পছন্দ করত। এছাড়াও বাড়ির বৌ শুধু চাকরি করবে ঘরের রান্নায় সাহায্য করবে না এটা তিনি মেনে নিতে পারতেন না। কিন্তু শ্রেষ্ঠা যে রান্না করে খাওয়াত না এমন নয়। বরং তিনিই মানা করতেন। আত্মীয়, স্বজনদের সামনেও বৌমাকে নিয়ে আলোচনা করতেন। সেসব শ্রেষ্ঠার কানেও এসেছে কিন্তু সে পাত্তাই দেয়নি। এমনকী অনেকে তাকে খোঁচা দিত যদি শাশুড়ির বিরুদ্ধে দু চার কথা বলে। কিন্তু সে সবটা দারুণ ঠান্ডা মাথায় সামলে এসেছে। রাগ হলেও মেজাজ হারায়নি। বরং শ্বশুরবাড়ির সকলের সঙ্গে তার খুব সুন্দর সম্পর্ক। একদিন ওর অফিস কলিগ তিন্নি ওকে জিগ্গেস করল কীভাবে সবটা ম্যানেজ করে শ্রেষ্ঠা! কারণ বিয়ের পর মাস দুই যেতে না যেতেই শাশুড়ির সঙ্গে লড়াই শুরু হয়ে গিয়েছে ওর। তাই ক্যাফেটেরিয়ায় ডেকে তিন্নিকে খুব সুন্দর এবং কাজের কিছু পরামর্শ দিল শ্রেষ্ঠা।
প্রথমেই দরকার বোঝাপড়া- যে কোনও মানুষের সঙ্গে বোঝাপড়াটাই আসল। আর তাই সম্পর্ক তৈরি হলে আসতে আসতে বুঝতে হবে মানুষটা কেমন। তার কী কী পছন্দ। সব সময় সবটা যে মনের মতো হবে তা নয়। কিন্তু কিছু ক্ষেত্রে মানিয়ে নিতে হয়। আর এ বিষয়ে অবশ্যই সঙ্গীকে পাশে থাকতে হবে। দুজনে মিলে বিষয়টি সামলান। কখনই খুব ঝগড়ার দিকে যাবেন না।
সরাসরি কথা বলুন- ভায়া মাধ্যমে কথা না বলে সরাসরি বলুন। আপনার যা সমস্যা তা যেমন খুলে বলবেন তেমনই শাশুড়ির তরফ থেকে কোনও সমস্যা থাকলে সেটাও কথা বলে নিন। বরকে দিয়ে কিংবা শ্বশুরকে দিয়ে কথা বলাবেন না। তাঁর সমস্যা কোথায় বা আপনার কোন আচরণে আপত্তি তা জেনে নিন।
একসঙ্গে সময় কাটান- পরিবারের সকলের সঙ্গে একসঙ্গে সময় কাটান। সকালে কিংবা সন্ধ্যায় একসঙ্গে বসে চা খান। একসঙ্গে সিনেমা দেখুন। কিছুটা সময় অবশ্যই নিজেরা গল্প গুজব করুন। এতে সম্পর্ক ভালো থাকবে। আর নিজেদের সমস্যা ফলাও করে বাইরে বলবেন না। এতে সমস্যার সমাধানও হবে না। উল্টে লোকজনের পরামর্শ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাবে।
ক্ষমতা প্রদর্শনের মানসিকতা রাখবেন না- কেউ কাউকে নিজের ক্ষমতা জাহির করে দেখাতে যাবেন না। শাশুড়ি- বউমার সম্পর্ক মা-মেয়ের মতোই। সেখানে অযথা ক্ষমতা প্রদর্শন না করাই ভালো। এতে সম্পর্ক নষ্ট হয়। তাই নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখুন। বরং সবাই মিলে ভালো থাকুন।
নেগেটিভিটি থেকে দূরে থাকুন- এমনিই পরিস্থিতি জটিল। সবাই নানারকম কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই যতটা সম্ভব এসব ক্লিশে ব্যাপার থেকে দূরে থাকুন। সবাইকে নিয়ে চলতে শিখুন। অযথা ঝামেলায় না জড়ানোই ভালো। বরং সবাই ভালো থাকুন। যতই সমস্যা হোক না কেন নিজেদের কথা বাইরে বলবেন না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-24 16:10:14
Source link
Leave a Reply