ত্বকের উজ্জ্বলতা অনেক কিছুই প্রকাশ করে থাকে। যেমন আপনার খাদ্যাভ্যাস, আপনার জীবনচর্চা ইত্যাদি। ভাবছেন কিভাবে? সুষম খাবার এবং একটি ভালো রুটিন নিয়মিত মেনে চললে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বক থাকে বেশ ভালো। আজেবাজে খাবার এবং অনিয়মিত ও ক্ষতিকর নানা জিনিস ত্বকের অনেক ক্ষতি করে থাকে। ত্বক মলিন এবং রুক্ষ হয়ে পরে। এছাড়া বিরূপ আবহাওয়ার কারনেও ত্বকের ক্ষতি হয়ে থাকে।
কিন্তু আমরা কিছু অভ্যাস এবং কাজের মাধ্যমে ত্বকের সঠিক যত্নে ত্বককে রাখতে পারি উজ্জ্বল। প্রাকৃতিক ভাবে স্বাস্থ্যউজ্জ্বল এবং সুন্দর। চলুন তবে দেখে নেয়া যাক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পেতে আমাদের করণীয় ৪ টি কাজ।
পর্যাপ্ত পানীয় পান করুন
ত্বকের জন্য সবচাইতে ভালো কাজটি হচ্ছে পর্যাপ্ত পানি পান করা। পানি ত্বককে হাইড্রেট রাখতে সহায়তা করে এবং ত্বকের নানা সমস্যা থেকে আমাদের রেহাই দেয়। পানি পানের পাশাপ্সহি পানীয় জাতীয় খাবার যেমন তাজা ফলের রস, ডাবের পানি ইত্যাদি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে বেশ সহায়ক। নিয়মিত পানীয় পান এবং প্রতিদিন ১০-১৫ গ্লাস পানি পানে ত্বক থাকে সুস্থ, সুন্দর এবং উজ্জ্বল।
নিয়মিত ব্যায়াম করুন
ব্যায়াম করা ত্বকের জন্য অত্যন্ত ভালো একটি কাজ। নিয়মিত ব্যায়াম করলে আমাদের দেহের রক্ত সঞ্চালন অনেক বেড়ে যায়। এতে করে ত্বকের নিচের শিরা উপশিরায় রক্ত পৌছায় এবং ত্বকের যাবতীয় সমস্যা সমাধান করে ভেতর থেকে। দৌড়ান, জগিং, হাঁটা, সাতার কাটা, সাইকেল চালানোর মতো শারীরিক ব্যায়াম দিনে ৩০ মিনিট করলে ত্বক হয়ে উঠে উজ্জ্বল এবং সুন্দর।
খাদ্যাভ্যাস
খাবারের সাথে ত্বকের অনেক বড় অংশ নির্ভরশীল। মাছ মাংসের তুলনায় ত্বকের জন্য বেশি ভালো সবুজ শাকসবজি জাতীয় খাবার। শাক সবজির উদ্ভিজ্জ ভিটামিন ও প্রোটিন ত্বকের সকল ধরণের সমস্যা সমাধানের ক্ষমতা রাখে। বেশি পরিমাণে তৈলাক্ত খাবার ত্বকের জন্য খারাপ। কিন্তু পরিমিত খাবার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক। পরিমিত ফ্যাট, ফাইবার, প্রোটিন ও ভিটামিন আজীবন ত্বকের সুস্থতায় কাজ করে।
ত্বকের সঠিক যত্ন
ব্যস্ততার মাঝেও ত্বকের সঠিক যত্ন নেয়া ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সঠিক ত্বকের যত্ন ত্বককে রুক্ষ এবং মলিন হয়ে যাওয়া থেকে রক্ষা করে থাকে। প্রতিদিন ঠিক মতো ত্বক পরিষ্কার করা এবং সপ্তাহে অন্তত ১ দিন রূপচর্চায় ত্বক থাকবে চিরতরুন। প্রতিদিন মৃদু কোনো স্ক্রাব দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন। এবং সপ্তাহে ১ দিন ১ টি কলা, ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ লেবুর রস এবং ২ টেবিল চামচ দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করে ত্বকে মাত্র ২০ মিনিট রেখে দেখুন। ত্বকের নানা সমস্যা থেকে রেহাই পাওয়ার পাশাপাশি ত্বক থাকবে উজ্জ্বল।
স্বাস্থ্য | DesheBideshe
2021-06-23 18:33:33
Source link
Leave a Reply