হাইলাইটস
- কেভিড (Covid) মুক্ত হওয়ার পরও কিছু স্থায়ী জটিলতা তৈরি হচ্ছে।
- করোনার (Coronavirus) উপসর্গ যদি হালকাও হয়ে থাকে তাও এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে মস্তিষ্কে।
ব্রিটেনে সম্প্রতি কোভিড পরবর্তী (Post Covid) দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে একটি সমীক্ষা করা হচ্ছিল। সেখানে দেখা গিয়েছে, যাঁরা মৃদু অথবা মাঝারি SARS-CoV-2 ইনফেকশন থেকে সেরে উঠেছেন, তাঁদের অনেকের ক্ষেত্রে মস্তিষ্কের ‘গ্রে ম্যাটার’ বা ‘গ্রে সেল’ কিছুটা ক্ষয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে বলা যায়, বিভিন্ন তথ্য মস্তিষ্কের এই গ্রে ম্যাটারেই প্রসেস করা হয়। তার ফলেই মানুষের বিভিন্ন কাজকর্ম সহ অনুভূতি, স্মৃতি, আবেগ নিয়ন্ত্রিত হয়। ফলে তা স্নায়ুতন্ত্রের উপরেও প্রভাব ফেলতে পারে। গবেষণায় দাবি করা হয় করোনার জেরে গ্রে ম্যাটার ক্ষয় হতে পারে। এর জেরে স্মৃতিভ্রমের মতো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া স্নায়ুতন্ত্রের উপরেও এর প্রভাব পড়তে পারে।
সাধারণত মনসংযোগের অভাব বা অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। এদিকে করোনার (Corona) জেরে অনেকদিন জ্বর থাকলে বা দীর্ঘদিন অক্সিজেন সাপোর্টে থাকতে হলে এই সমস্যা আরও গুরুতর আকার ধারণ করতে পারে। ব্রিটেনে মানুষের চিকিত্সা সংক্রান্ত তথ্য মজুত রাখে UK Biobank(UKB)। করোনা সংক্রমণ (Corona) শুরুর আগে এই সংস্থা ৪০ হাজার মানুষের মস্তিষ্কের স্ক্যান পরীক্ষা করেছিল। এদের মধ্যে যাদের করোনা সংক্রমণ হয়েছিল তাদের মস্তিষ্কের পরীক্ষা করা হয় সংক্রমণের পরেও। এরকম মোট ৭৮২ করোনা আক্রান্তের (Corona) উপর পরীক্ষা চালানো হয়।
এই সমীক্ষায় কী খুঁজে পেয়েছেন গবেষকরা?
ব্রিটেনের স্বাস্থ্য গবেষকদের যে দল এই গবেষণা করেছেন, তাঁরা দেখেছেন যে কোভিডের (Covid) কারণে মস্তিষ্কের গ্রে ম্যাটার ক্ষয় হয়েছে parahippocampal gyrus- এর বাঁদিকের অংশে। এছাড়াও left lateral orbitofrontal cortex এবং left insula, এই দুই অংশেও গ্রে ম্যাটার ক্ষয় হয়েছে। গবেষকরা আরও জানিয়েছেন, primary olfactory এবং gustatory system- এর সঙ্গে সরাসরি যুক্ত এলাকা limbic cortical থেকেও ‘গ্রে ম্যাটার’- এর ক্ষয় হয়েছে।
গবেষণায় দেখা গিয়েছে, অধিকাংশের গ্রে ম্যাটারের ক্ষতি হয়েছে। অর্থাত্, মগজ ক্ষয়ে গিয়েছে। এছাড়াও ফুসফুস, কিডনি, শ্বাসনালী, খাদ্যনালী, চোখ, ত্বকের মতো অঙ্গও প্রভাবিত হতে পারে করোনার জেরে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-23 09:19:23
Source link
Leave a Reply