হাইলাইটস
- যদি সহপাঠীদের বয়স আপনার সন্তানের থেকে বেশি হয়, তাহলে মানসিক চাপের মধ্যে থাকতে পারে আপনার সন্তান।
- লেখাপড়া ও খেলাধুলোয় অন্যদের থেকে সে পিছিয়ে পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
তবে সাবধান! এই প্রবণতা শিশুদের পক্ষে ক্ষতিকর বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা। একদম ছোট বয়স থেকেই স্কুল তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তাই বিশেষজ্ঞদের মত, খুব বেশি তাড়াতাড়ি সন্তানকে স্কুলে না পাঠিয়ে, স্কুলে ভর্তি করার সঠিক বয়সের জন্য অপেক্ষা করুন।
কেন শিশুদের তাড়াতাড়ি স্কুলে পাঠানো ক্ষতিকর?
আজকালকার দিনে বেশিরভাগ পরিবারেই বাবা মা উভয়েই কর্মরত। ফলে সন্তানকে নিশ্চিন্ত আশ্রয়ে রাখার জন্য অনেকেই খুব ছোট বয়স থেকেই বাচ্চার জন্য ডে স্কুল বেছে নেন। কিন্তু তার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে কিন্ডারগার্টেনে সন্তানকে ভর্তি করাচ্ছেন, সেখানে তার সহপাঠীদের বয়স কত? যদি সহপাঠীদের বয়স আপনার সন্তানের থেকে বেশি হয়, তাহলে মানসিক চাপের মধ্যে থাকতে পারে আপনার সন্তান। লেখাপড়া ও খেলাধুলোয় অন্যদের থেকে সে পিছিয়ে পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
পাঁচ থেকে নয় বছর বয়সী ২০৭৫টি শিশুর উপর এই বিষয়ে সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা গিয়েছে ছোট বয়সে স্কুলে যাওয়ার ফলে এবং বাড়ির চেনা পরিবেশ ছেড়ে যাওয়ার কারণে শিশুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা কাজ করে। এর ফলে শিশুদের মধ্যে ব্যবহারগত সমস্যা দেখা দেয় অনেক সময়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে প্রিস্কুল হোক বা প্লেস্কুল, বাচ্চার বয়স অন্তত তিন বছর না হওয়া পর্যন্ত তাকে ভর্তি করাবেন না। তার আগে স্কুলে গেলে তাদের মধ্যে নানা ধরনের মানসিক সমস্যা দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্কুলে পাঠানোর আগে দেখে নিন আপনার সন্তান যেন কিছুক্ষণ সময় পর্যন্ত টানা বসে থাকতে পারে, বাবা-মাকে ছাড়া কিছুক্ষণ সময় কাটাতে পারে এবং অন্যের কথা শুনে বুঝতে পারে ও নিজের কথা অন্যকে বোঝাতে পারে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-22 17:09:53
Source link
Leave a Reply