হাইলাইটস
- বিয়ে করে নিলেই সবকিছু ঠিক হয়ে যাবে এমন ধারণা আমাদের দেশে আছে বটে,
- কিন্তু বাস্তবটা অত সহজ নয়।
- কারও যৌন আকাঙ্খা বিয়ে করে পূরণ করা যায় না
পাপ। পাপ। পাপ। দুনিয়াটা পাপে ভরে গেছে। না হলে কেউ নির্লজ্জের মতো এসব করতে পারে? নীতি পুলিশ আর স্বঘোষিত সমাজ সংস্কারকরা রে রে করে উঠবে। দিনের পর দিন ভারতীয় সমাজ তার বাসিন্দাদের বুঝিয়ে এসেছে যে স্বমেহন (Masturbation) হল পাপ। অস্বাভাবিক যৌনতা। এসব করা অন্যায়। কেউ যদি এসব করে তাহলে তারা জীবনেও সুখী হয় না।
অবাক পৃথিবীর অবাক বিশ্বাস। এমনিতেই আমাদের দেশে স্বমেহন (Masturbation) করা এক রকম পাপ, আর তা যদি হয় বিয়ের পর তাহলে “ঈশ্বরই ভরসা”। কেউ জানতে পারলে আপনাকে অপরাধীর আসনে বসিয়ে দেবে। ঘৃণা করবে। সঙ্গী কিংবা সঙ্গিনীও সঙ্গ দেবে না। তিনিও তো বিশ্বাস করেন যে স্বমেহন একটি অস্বাভাবিক যৌনতা।
কিন্তু জানেন কি যে চিকিৎসক এবং মনোবিজ্ঞানীরা স্বমেহনকে (Masturbation) পুরোপুরো সমর্থন করেন? তাঁদের মতে স্বমেহন সুস্থতার লক্ষণ।
আসলে যৌনতার ক্ষেত্রে একেক জনের চাহিদা একেক রকম। বিয়ে করে নিলেই সবকিছু ঠিক হয়ে যাবে এমন ধারণা আমাদের দেশে আছে বটে, কিন্তু বাস্তবটা অত সহজ নয়। কারও যৌন আকাঙ্খা বিয়ে করে পূরণ করা যায় না। বিশেষ করে যাঁরা মুখ ফুটে নিজেদের যৌন আকাঙ্খার কথা স্বীকার করতে পারেন না তাঁরা নিজের সুখের জন্য নিয়মিত মাস্টারবিশন করে থাকেন।
মাস্টারবেশন করছেন মানেই তিনি তাঁর সঙ্গী বা সঙ্গিনীকে অবহেলা করছেন একথা ভাবার কোনও কারণ নেই।
বিশেষজ্ঞরা বলে থাকেন যে, যাঁরা নিজেকে খুব ভালোবাসেন তাঁরা স্বমেহন বা Masturbation করতে ভালোবাসেন। প্রিয় মানুষের সঙ্গেই তো যৌন সম্পর্ক করা যায়, আর সেই প্রিয় মানুষ যদি নিজে হন তাহলে নিজের সঙ্গে যৌন সম্পর্কে বাধা কোথায়?
সত্যি কথা বলতে কি আপনার শরীর কী চায় তা আপনিই জানেন। তাই সেই যৌন চাহিদা নিজেই ভালোভাবে পূরণ করতে পারবেন।
বিয়ের পর স্বমেহন করলে কিন্তু সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যৌন জীবন খারাপ হয়ে যেতে পারে এমন ধারণা একেবারে ভুল।
বরং স্বমেহনের অর্থ আপনার সেক্স লাইফ অনেক বেশি অ্যাক্টিভ। আপনার যৌন ক্ষমতা একেবারে ঠিকঠাক রয়েছে।
নিয়মিত স্বমেহন করা মহিলাদের পক্ষে স্বাস্থ্যকর। বিশেষজ্ঞদের মতে আজও বেশিরভাগ ভারতীয় মহিলা যৌনতার ক্ষেত্রে মুখ ফুটে নিজের পছন্দ কাউকে বলতে পারেন না। ইচ্ছে হলেও সমাজের ভয়ে যৌন সম্পর্ক তৈরি করতে পারেন না। তাঁদের জন্য স্বমেহন বা Masturbation যথেষ্ট প্রয়োজনীয়।
নিজের যৌন চাহিদা মানুষ নিজেই সবচেয়ে ভালো বোঝে। শরীরের কোন অংশটি সবচেয়ে স্পর্শকাতর তা ব্যক্তি নিজেই জানেন। তাই স্বমেহন করলে শরীর এবং মন দুইই তৃপ্ত হয়।
সঙ্গীর থেকে দূরে বসবাস করলে স্বমেহন করা ছাড়া তো কোনও সুস্থ উপায়ই নেই।
অনেক দম্পতিই বা কাপল আছেন যাঁরা এক সঙ্গে স্বমেহন করেই চরম যৌনসুখ লাভ করেন।
বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে কিশোরদের যৌন শিক্ষা দিতে গিয়ে স্বমেহন বা Masturbation-এর পরামর্শ দেওয়া হয়। এমন করলে নাকি তারা বিপথে যায় না।
নিজের শোবার ঘরে আপনি কী করছেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কীভাবে যৌনসুখে সুখী সেটাও আপনার একান্ত ব্যক্তিগত রুচি। সেই রুচি যতক্ষণ না আপনার সঙ্গীকে কষ্ট দিচ্ছে ততক্ষণ কোনোটাই খারাপ নয়। খোঁজ নিয়ে দেখবেন সঙ্গী বা সঙ্গিনী নিজেও হয়তো স্বমেহন পছন্দ করেন। একে অপরকে বলতে হয়তো দ্বিধা আছে। বরং সেই দ্বিধা ভেঙে ফেলুন। আর লোকে কী বলল বা লোকে কী বলবে সেসব ভাবা ছেড়ে দিন। শুধুমাত্র স্ত্রী বা স্বামীর সঙ্গে পরামর্শ করুন। সুস্থ যৌনজীবন যাপন করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-21 21:09:17
Source link
Leave a Reply