হাইলাইটস
- কোভিড (Covid) এখন চেনাশোনা আত্মীয়-স্বজন পাশের বাড়ি, নিজের বাড়িতেও হানা দিয়েছে।
- কোভিড সংক্রমণ (Coronavirus) সেরে যাওয়ার পরেও দুর্বলতা কাটছে না।
- কারও শুকনো কাশি, কারও বুকে ব্যথা কিংবা শ্বাসকষ্ট। দুর্ভাগ্যজনকভাবে এক মাসের মধ্যে বেশ কিছু মানুষ কোভিড (Covid) থেকে সেরে উঠলেও নানা কারণে গুরুতর অসুস্থ হয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হচ্ছেন।
হার্ট অ্যাটাক, ফাংগাস সংক্রমণ তো রয়েছে। এই বার নতুন এক তথ্য হাজির হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও। কোভিড পরবর্তী (Post Covid) প্রতিক্রিয়া হিসেবে এবার গ্যাংরিনে (Gangrene) আক্রান্ত রোগীর খোঁজ পেলেন চিকিৎসকরা।
গ্যাংরিন (Gangrene) কী?
রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে শরীরের কোনও অংশের টিস্যুগুলি শুকিয়ে গিয়ে এই ভয়ানক রোগের সৃষ্টি হয়। মানে এক কথায় ওই অংশটি পচে যায়। বাধ্য হয়েই গোটা শরীরকে বাঁচাতে গিয়ে পচন ধরা অংশটি বাদ দিয়ে দিতে হয়। তা হাত, পা কিংবা শরীরের অভ্যন্তরীণ কোনও অঙ্গই হোক না কেন। অতি সম্প্রতি এমনই ২০ জন রোগীর হদিশ মিলেছে। তাঁরা সকলেই কোভিড সংক্রমিত ছিলেন। আর এঁরা সকলেই কোভিডের (Covid) দ্বিতীয় ঢেউয়ের রোগী।
চিকিৎসকরা জানিয়েছেন যে রোগীদের মধ্যে পা, পায়ের বুড়ো আঙুল, হাতের আঙুল এবং হাতে গ্যাংরিন ধরা পড়েছে। প্রথমে ওই স্থানগুলিতে রক্ত জমাটের মতো কালো হয়ে যায় এবং পরে তা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। রোগীদের মধ্যে বেশিরভাগই কম বয়সী। প্রথম ঢেউয়ে এরকম কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার খোঁজ পাননি চিকিৎসকরা। সাধারণত ৬ থেকে ৮ ঘণ্টা মানবদেহের কোনও অংশ সংরক্ষণ করে তা পুনরায় ব্যবহার করা যায়। কিন্তু বেশিরভাগ রোগীই রোগের লক্ষণ দেখা দেওয়ার অনেক সময় পরেই চিকিৎসকের কাছে যান। ফলে চিকিৎসকরাও অসহায় হয়ে পড়ছেন। রোগীকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়েই শরীরের অংশটি কেটে বাদ দিতে হচ্ছে।
চিকিৎসকরা জানাচ্ছেন যে কোভিড পরবর্তী সময়ে অনেক রোগীরই হার্টের সমস্যা দেখা দিচ্ছে। যার ফলে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছে যে, রক্ত চলাচলে সমস্যা হলেই রক্ত জমে যাচ্ছে। আর সেটিই হাত, পা সহ একাধিক স্থানে গ্যাংরিন সৃষ্টি করছে। এক্ষেত্রে রোগীর পেটে অত্যাধিক ব্যথা, বমি, মল ত্যাগের সময় রক্ত, পেট ফোলার মতো উপসর্গ দেখা দেয়। রক্ত পরীক্ষা এবং সিটি স্ক্যানের পর দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি গ্যাংলিনে আক্রান্ত। এই সময় রোগীকে বাঁচানোর জন্য নির্দিষ্ট অঙ্গ কেটে দেওয়া ছাড়া আর কোনও উপায় দেখছেন না চিকিৎসকরা।
কোভিড পরবর্তী সময়ে পেটের গোলোযোগ, খাবার হজমে সমস্যা ইত্যাদি দেখা দিলে তা অবহেলা করবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সবাই হয়তো গ্যাংরিনের (Gangrene) শিকার হচ্ছেন না। কিন্তু সাবধানের মার নেই। কোভিড সারিয়ে উঠে থম্বসিসে আক্রান্ত রোগীর সন্ধানও মিলেছে। সেক্ষেত্রেও পুরোদমে রক্ত জমাট হচ্ছে।
গ্যাংরিনের মতো মারাত্মক সমস্যা মূলত দেখা দিচ্ছে যে সমস্ত রোগীরা দুই বার কোভিডে আক্রান্ত হয়েছেন তাঁদের। এক রোগ সারাতে গিয়ে আরেক রোগের শিকার হওয়া মানুষের মধ্যে ভয় বাড়িয়ে দেয়। তাই সচেতন হন। রোগকে দূরে রাখার চেষ্টা করুন। কোভিড প্রতিরোধের সমস্ত নিয়ম মেনে চলুন। টীকা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-21 13:14:54
Source link
Leave a Reply