চারিদিকে হিম হিম আমেজ। ছোট-বড় সব বয়সীর পদচারন কানায় কানায় ভরে উঠেছে চারুকলা ইনস্টিটিটিউটের জয়নুল আর্ট গ্যালারি। কেউ দেখছে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য। আবার কেউ দেখছে বিশ্বের বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলো। চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারির দেয়ালে দেয়ালে সাঁটানো ছিল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রাকৃতিক দৃশ্য আর পর্যটনের ওপর প্রকাশিত সব ডাকটিকিট।
জয়নুল আর্ট গ্যালারিতে ঢুকেই চোখে পড়ে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যসংবলিত সব ডাকটিকিট। এর মধ্যে আছে কুসুম্বা মসজিদ, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, শালবনবিহার, কক্সবাজার সমুদ্রসৈকত, পানামনগর, ফয়’স লেক, সংসদ ভবন, সুন্দরবনের হরিণ, কান্তনগর মন্দিরসহ বিভিন্ন দৃশ্যের ডাকটিকিট। এ ছাড়াও অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, চেক রিপাবলিক, নরওয়ে, থাইল্যান্ডসহ প্রায় ১২০টি দেশের ৩০০টি পর্যটনবিষয়ক ডাকটিকিট স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। তা ছাড়া বাংলাদেশ নিয়ে জাপান এবং ফ্রান্সে প্রকাশিত দুটি ডাকটিকিটও স্থান পেয়েছে এখানে। বাংলাদেশের পাহাড়পুরের ছবি নিয়ে জাপান আর ষাটগম্বুজ মসজিদের ছবি নিয়ে ফ্রান্স প্রকাশ করেছে দুটি ডাকটিকিট। ডাকটিকিট প্রদর্শনীর আয়োজক কামরুল ইসলাম বলেন, ‘আমি ছোটবেলা থেকেই করছি। এই প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোকে সুপরিচিত করতে, সারা বিশ্বের ডাকটিকিট সংগ্রহ ও বাংলাদেশের সব জায়গায় ভ্রমণে মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা করেছি।’ কামরুল ইসলামের ‘ওয়ার্ল্ড ট্যুরিজম অন স্ট্যাম্প’ শীর্ষক এই ডাকটিকিট প্রদর্শনী ২৭ ডিসেম্বর উদ্বোধন করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন। প্রদর্শনী চলে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৫, ২০১০
Leave a Reply