হাইলাইটস
- লিভ ইনের ট্রেন্ড বাড়লেও সমাজ এখনও বিয়েতেই বিশ্বাসী।
- শুধু তাই নয়, এখনও সম্পর্কের বন্ধন সুদৃঢ় করতে বিয়েতেই শিলমোহর দেয় বিশ্ববাসী।
- আসলে বিয়ের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা অনেক কিছুই শিখি
বন্ধন সুদৃঢ় হয়- মন্ত্রপড়ে বিয়েতে অনেকে বিশ্বাস করেন না। কিন্তু বিয়ের যে কিছু নিয়ম রয়েছে, রীতি রয়েছে তার প্রতিটিই গুরুত্বপূর্ণ। অগ্নিকে সাক্ষী রেখে আত্মীয়, বন্ধুদের সামনে সকলে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন। একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন। আর এখান থেকেই সুদৃঢ় হয় বন্ধন।
বিশ্বাস এবং বন্ধুত্ব- একসঙ্গে এক ছাদের তলায় থাকতে গেলে ঠৈকাঠুকি তো লাগবেই। কিন্তু খানিক ভালোবাসা, খানিক আবদারে আর খানিক ঝগড়ায় জমে ওঠে এই সম্পর্ক। স্বামী-স্ত্রী সম্পর্কের থেকে তা অনেক বেশি বন্ধুত্বের। পরস্পরের খুব ভালো বন্ধু হলে তবেই স্বামী-স্ত্রী হওয়া যায়। সেই সঙ্গে একে অপরের প্রতি বিশ্বাস গড়ে ওঠে। সম্পর্ক যত গাঢ় হয় ততই বিশ্বাস জোরদার হয়।
দুজনে মিলে একটা টিম তৈরি হয়- আমি থেকে আমরা তখনই সফল ভাবে হওয়া যায় যখন দুজন একসঙ্গে একটা টিম হয়ে কাজ করেন। পরিবার দুটো মানুষের সঙ্গে দুটো পরিবারের বন্ধন। সংস্কৃতি, রুচির মেলবন্ধন। ফলে তাঁদের একসঙ্গে নেওয়া সিদ্ধান্ত, সবাইকে একসঙ্গে নিয়ে চলার মানসিকতা থেকে সম্পর্ক দৃঢ় হয়।
নিরাপত্তা- স্বামী এবং স্ত্রী উভয়েই কিন্তু নিরাপত্তা খোঁজেন একে অপরের কাছে। ছোট থেকে যেমন সব বাচ্চাই মা-বাবাকে আঁকড়ে থাকে তেমনই বয়স বাড়লে সেই তালিকায় যুক্ত হন সঙ্গী। আর এঁরা একে অপরের কাছে সবচেয়ে নিরাপদ বোধ করেন।
সখ্যতা গড়ে ওঠে- একসঙ্গে পাশাপাশি থাকতে থাকতে, ২৪ ঘন্টা একে অপরের প্রতি খেয়াল রাখতে গিয়ে একটা সখ্যতা গড়ে ওঠে। কার কী পছন্দ, কে কোনটা ভালোবাসেন, কাকে কোন কথা বললে রেগে যান মোট কথা ভালোবাসা আর খুনসুটিতেই গড়ে ওঠে সম্পর্ক। তৈরি হয় দারুণ এখটা সখ্যতা। প্রেম পর্ব একরকম। কিন্তু বিয়ের পর সেই বন্ডিংটা যেন আরও শক্ত হয়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-16 21:44:33
Source link
Leave a Reply