হাইলাইটস
- আসলে যে কোনও মানুষকে চনতে, ভালোবাসতে খানিকটা সময় লাগে।
- আর ভালোবাসা, ভরসা, বিশ্বাস কখনই একদিনে তৈরি হয় না।
- বেশ কিছুদিন ধরে পরিশ্রম করলে তবেই একটা সম্পর্ক তৈরি হয়
মনের লড়াই পেরিয়ে এসেছেন- স্বামী-স্ত্রী উভয়কেই নানা ঝড়, ঝাপটা, লড়াইয়ের মধ্যে দিয়ে এগোতে হয়। হরিশ আর রীমা যেমন জানালেন বিয়ের দুবছর পর হঠাৎ নানা কারণেই তাঁকে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হয়। সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। কিন্তু স্ত্রী রীমা তাঁকে পাহাড়ের মতো আগলে রেখেছিলেন। ভালোবাসায় মুড়ে রেখেছিলেন। আর স্ত্রীর সাহায্যেই সেই অবসাদ তিনি কাটিয়ে ওঠেন। বরং ভালোবাসা আরও বেড়েছে।
ভুল স্বীকার করেছেন একে অপরের কাছে- জীবনে প্রতিটি মানুষই অনেক ভুল করেন। আর সেই ভুল থেকে সকলেই শিক্ষা নেন। যে শিক্ষা আমাদের জীবনে চলার পথে খুবই জরুরি। নিত্যা এবং সাক্ষ্য জানিয়েছেন বিয়ের পর তাঁদের ভীষণ ঝামেলা হত। কিছুতেই একে অন্যের সঙ্গে মানিয়ে নিতে পারতেন না। বাড়িতে অনেক রকম অশান্তি হত। কিন্তু নিত্যা সেগুলি সাক্ষ্যকে বলতেন না। এরপর কদিন একেবারেই কতা বন্ধ হয়ে যায় তাঁদের মধ্যে। এরপর তাঁরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং একে অপকে সব খুলে বলেন। এই ঘটনার পর থেকে তাঁদের মধ্যেকার ভালোবাসা দ্বিগুণ হয়ে যায়।
সততা- যে কোনও মানুষের মূলধন হল সততা। একজন স্বামী-স্ত্রী যদি উভয় উভয়ের কাছে সত থাকতে পারেন তাহলে তার থেকে দামি আর কিছুই হয় না। করিশ্মা আর ভিশাল একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিলেন কোনও অবস্থাতেই একে অন্যের কাছে মিথ্যে বলবেন না। অনেক সমস্যা এসেছে। দুজনে অনেক লড়াই করেছেন। কিন্তু কখনই একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি।
শত ঝগড়ার পরও একসঙ্গে-মেঘনা আর রিষভ, একজন সাউথ পোল তো অন্যজন নর্থ। কিছুতেই এদের একমত হয় না। সবেতেই অশান্তি লেগে রয়েছে। তবে না খুব রাগারাগির পর সব সমস্যা কিন্তু নিজেরাই সমাধান করে। আর রিষভও মেঘনাকে রাগিয়ে দিয়ে বেশ মজা পায়। তবে এত কিছুর পরও কিন্তু ভালোবাসা কমেনি। বরং একে অপরকে হাড়ে-মজ্জায় ভালোবেসেছে। ভালোবাসা জুড়ে আছে ওদের সম্পর্কে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-15 20:50:56
Source link
Leave a Reply