বিশ্ব ক্যান্সার দিবসে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভারতীয় চিকিৎসকদের সমন্বয়ে ক্যান্সার বিষয়ক অনলাইন টেলিমেডিসিন সেবার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় প্রধান অতিথি হিসেবে টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেন সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের সার্জিক্যাল অনকোলজি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন।
সাতক্ষীরা সিবি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ভারতের এইচসিজি ক্যান্সার নিরাময় হসপিটাল এ সেবার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ক্যান্সারের প্রাদুর্ভাব, ঝুঁকি ও ক্যান্সার প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ।
সাতক্ষীরা সিবি হাসপাতালে ক্যান্সার বিষয়ক টেলিমেডিসিন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দিনে ভারতের এইচসিজি হাসপাতালের প্রতিনিধি শতদল ঘোষের পরিচালনায় দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে অনলাইনে রোগী দেখেন ও পরামর্শ দেন ভারতের এইচসিজি হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডা. সংকেত অরোরা, রেডিয়েশন অনকোলজি বিভাগের ডা. অয়ন বসু, হেমাটো অনকোলজি বিভাগের প্রধান ডা. জয়দ্বীপ চক্রবর্তী, কনসালটেন্ট হেডনেক অনকো সার্জন ডা. রাজদ্বীপ গুহ, কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজি ডা. এস কে বালা, কনসালটেন্ট মেডিকেল অনকোলজি ডা. চন্দ্রানী মল্লিক।
আগামী ০৫, ০৬, ১২, ১৯ ও ২৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিবি হাসপাতালে দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে ভারতীয় চিকিৎসক দ্বারা ক্যান্সার বিষয়ক টেলিমেডিসিন সেবা দেয়া হবে।
স্বাস্থ্য – Jamuna Television
2021-02-05 11:43:58
Source link
Leave a Reply