কলকাতা২৪x৭ ডেস্কঃ করোনা ভাইরাসের (corona virus) আগমনের সময় থেকেই সমগ্র পৃথিবীতে মানুষের জীবন যাত্রার আমূল পরিবর্তন হয়েছে। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে ধারণা নিয়মিত পরিবর্তন হয়ে চলেছে। বিশ্ব সম্পর্কে ধারণা সম্পূর্ণ বদলে গিয়েছে। কিন্তু সব খারাপের মধ্যে ভালো দিক হল মানবজাতি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। কিন্তু সচেতনতার সঙ্গে সঙ্গে ভুল ধারণা ও বিভিন্ন বিষয় নিয়ে সংশয় আমাদের মনে জন্ম নিচ্ছে। করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে সংশয়ের পরিমাণ সর্বাধিক। জ্বর বা অ্যালার্জির উপসর্গের সঙ্গে করোনা উপসর্গের অনেক মিল রয়েছে, তাই সংশয়ের সম্ভাবনা ক্রমে বেড়ে চলেছে। কিন্তু কীভাবে আমরা বুঝবো যে কোনটা অ্যালার্জি (allergy) আর কোনটা করোনা? আসুন জেনে নেওয়া যাক।
করোনা ও অ্যালার্জির পার্থক্য
কোভিড ১৯ বা করোনা: এই সংক্রমন ঘটে যখন আমাদের দেহ SARS- COV2 ভাইরাস স্ট্রেনের সংস্পর্শে আসে। এটি একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ যা মানবদেহের শ্বাস প্রশ্বাস জনিত প্রক্রিয়ার ওপর মারাত্বক প্রভাব ফেলে। শারীরিক যোগাযোগ বা বাতাসের মাধ্যমে এই সংক্রমন হতে পারে ।
অ্যালার্জি: অ্যালার্জির সম্ভাবনা ঘটে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা সঙ্গে কোনো অযাচিত বস্তুর যোগসূত্র স্থাপিত হয়। একে অনেক সময় হে ফিভার (Hay fever) ও বলা হয়। এই রোগ এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে সঞ্চারিত হয়না কারন ব্যক্তি বিশেষে আলাদা আলাদা বস্তুর ব্যবহারের অ্যালার্জির সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বাদাম, ধুলো থেকে অ্যালার্জি হয়।
কোভিড ১৯ ও অ্যালার্জির উপসর্গ
কোভিড ১৯: এই রোগে আক্রান্ত হলে যে উপসর্গ গুলো দেখা যায় সেই গুলো হলো
∆ ক্লান্তি (Fatigue)
∆ কফ (Cough)
∆ শ্বাস প্রশ্বাসের সমস্যা (Difficulty in breathing)
∆ জ্বর (Fever)
∆ স্বাদ ও গন্ধ চলে যাওয়া (Loss of smell and taste)
অ্যালার্জি: অ্যালার্জি হলে যে যে উপসর্গ গুলি দেখা যায় সেই গুলো হলো
∆ নাক দিয়ে জল পড়া (stuffy or runny nose)
∆ হাঁচি (sneezing)
∆ ত্বক, নাক অথবা চোখে চুলকানি (itchy skin, nose or eyes)
∆ ফোলা ভাব (Swelling)
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-14 21:17:13
Source link
Leave a Reply