হাইলাইটস
- প্রথম থেকেই ব্রেকআপ, ডিভোর্স, বিশ্বাসঘাতকতা এস নিয়ে তেমন কেউ ভাবেন না।
- আজকের দিনে ডিভোর্সের সংখ্যা বাড়লেও চট করে কেউ ডিভোর্স চান না।
- মন থেকেও তা মেনে নিতে পারেন না
একে অপরকে কতটা গুরুত্ব দিচ্ছেন- এখনকার দিনে সংসারে ছেলে মেয়ে উভয়েরই সমান গুরুত্ব। কাজের জায়গায় সকলেই সমান। সেই সঙ্গে ঘরে-বাইরে সমান তালে উভয়েই সামলে চলছেন। আর তাই পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা খুবই গুরুত্বের। কখনই সঙ্গীকে taken for granted করে নেবেন না। তাঁর সিদ্ধান্তকে সম্মান করুন। তাঁর কাজকে সম্মান করুন।
একসঙ্গে ঘুরতে যান- তিন বছর প্রেম করলেও যদি একবারও না ঘুরতে যান কিংবা রাত না কাটান তাহলে কিন্তু একে অপরকে মোটেই চেনা যায় না। তাই যদি ভাবেন একসঙ্গে থাকবেন তাহলে অবশ্যই একসঙ্গে ঘুরতে যান। একসঙ্গে রাত কাটালে একে অপরক অনেকটা চেনা যায়। সেই সঙ্গে মানসিকতাও বোঝা যায়।
আর্থিক বিষয়টি নিয়েও কথা বলুন- সুখে থাকতে গেলে টাকা খুবই গুরুত্বপূর্ণ। টাকা ছাড়া এ জীবনে কিছুই হয় না। তাই আর্থিক দিকটি নিয়ে দুজনে আগে থেকে কথা বলুন। কার কোথায় সঞ্চয়, কে কীভাবে খরচা করবেন এসব আগে থেকে আলোচনা করে নেবেন। নইলে পরে অযথা অশান্তির সম্ভাবনা থেকে যাবে।
সন্তান নিয়ে কথা বলুন- অনেক দম্পতিই আজকাল সন্তান চান না। নিজেদের মতো করে জীবনটাকে গুছিয়ে নিতে চান। অনেকে আবার সংসারের, বাড়ির চাপে পড়ে সন্তান আনতে বাধ্য হন। সন্তানকে নিজেদের মধ্যে আনবেন কি আনবেন না তা পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত। এ ব্যাপারে আগেই কথা বলে রাখুন।
লিভ টুগেদার করতে পারেন- অনেক প্রেমিক-প্রেমিকাই আজকাল বিয়ের আগে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। একসঙ্গে থেকে যদি তাঁরা দেখেন যে মনের মিল হচ্ছে তেমন কোনও অসুবিধা হচ্ছে না তবেই তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তাই বিয়ের পাকা কথার আগে অবশ্যই কিছুদিন একসঙ্গে থেকে দেখুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-13 18:13:55
Source link
Leave a Reply